Barak UpdatesAnalyticsBreaking News
অসহায়দের সাহায্য পৌছানোর জন্য প্রশাসনকে আর্জি জানাল শিলচর জেলা কংগ্রেসSilchar District Congress appeals to district administration for helping the needy
৫ এপ্রিল : জনতা কার্ফু থেকে শুরু করে লকডাউন পর্যন্ত কেন্দ্র সরকারের উদ্যোগকে স্বাগত জানাল শিলচর জেলা কংগ্রেস। এক বিবৃতিতে জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে বলেছেন, ব্যক্তিগত বিভিন্ন অসুবিধা থাকলেও করোনা ভাইরাস প্রতিরোধে জেলার মানুষকে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে চলা উচিত। তা না হলে এই ভয়ঙ্কর মহামারি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। এই লড়াইয়ে যারা প্রথমসারিতে থেকে কাজ করছেন, সেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, পুলিশ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর পাশাপাশি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, গরিব মানুষ বা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, মূলত প্রতিদিন রোজগার করে যারা সংসার চালান, তাঁদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। লকডাউনের ১২ দিন পেরিয়ে গেলেও তাঁদের কাছে কোনও সাহায্য না পৌছায় জেলা কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছে। পঞ্চায়েত ও পুরসভার মাধ্যমে এদের তালিকা তৈরি হলে অবিলম্বে তাঁদের কাছে সাহায্য পাঠানোর আর্জি জানায় কংগ্রেস। এর পাশাপাশি যেসব সংগঠন অসহায়দের মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করছে, কংগ্রেস তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে।