Barak UpdatesBreaking News

উচ্চতর মাধ্যমিকে কাছাড়ে বাণিজ্যে প্রথম ও বিজ্ঞানে দ্বিতীয় স্থান
Silchar bags 1st & 9th position in HS Commerce & 2nd position in HS Science

২৫ মে : অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের কলা, বাণিজ্য ও বিজ্ঞান শাখার ফলাফলে কাছাড় জেলার পড়ুয়ারা মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এ বছর বিবেকানন্দ জুনিয়র কলেজের অসীম সরকার বাণিজ্যে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। একইসঙ্গে শিলচর সরকারি বালক বিদ্যালয়ের ডেইজি পাঠক বিজ্ঞান শাখায় দ্বিতীয় স্থান দখল করেছে। বাণিজ্য বিভাগে আরও দুটি স্থান এসেছে বরাকে। করিমগঞ্জ জুনিয়র কলেজ অব সায়েন্সের হর্ষ গোয়ালা বাণিজ্যে সপ্তম স্থানে রয়েছে। তাছাড়া বিবেকানন্দ জুনিয়র কলেজের বৃন্দা রায় এ বছর বাণিজ্যে নবম স্থান দখল করেছে। ফলে সেবার মাধ্যমিক পরীক্ষায় বরাক উপত্যকায় মেধার যে খরা ছিল, তা উচ্চতর মাধ্যমিকে অনেকটাই ওঠা সম্ভব হয়েছে।

উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান শাখায় এ বছর যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে শোণিতপুর কলেজের সায়ন মজুমদার ও নগাঁও-এর রামানুজন জুনিয়র কলেজের বিতুপান আরনধারা। দ্বিতীয় স্থানে কাছাড়ের শিলচর সরকারি বালক বিদ্যালয়ের ডেইজি পাঠকের সঙ্গে যুগ্মভাবে রয়েছে তেজপুর বেঙ্গলি বয়েজ এইচএস স্কুলের দিশান্ত শইকিয়া।

তৃতীয় স্থান দখল করেছে নগাঁও রামানুজন জুনিয়র কলেজের হৃদি প্রিয়ম শর্মা। বিজ্ঞানে চতুর্থ ডিব্রুগড় সল্টব্রুক আকাডেমির দীপ্তদীপ ভট্টাচার্য ও নগাঁও ম্যাট্রিক্স জুনিয়র কলেজের হিরনজ্যোতি হাজরিকা। পঞ্চম স্থানে রয়েছে দরং দেওমরনই এইচএস স্কুলের পার্থপ্রতিম সাহারিয়া, নগাঁও রামানুজন জুনিয়র কলেজের অয়ন কৌশিক মহন্ত এবং একই কলেজের বিশাল বরুয়া।

কমার্স বিভাগের মেধা তালিকা অনুযায়ী প্রথম বিবেকানন্দ জুনিয়র কলেজের অসীম সরকার। যুগ্মভাবে দ্বিতীয় যোরহাট ক্রিসেন্ট একাডেমির নিবেদিতা গগৈ ও কামরূপের কেসি দাস কমার্স কলেজের আয়ুশি জৈন। তৃতীয় স্থান দখল করেছে কামরূপ গৌহাটি কমার্স কলেজের নেহা আগরওয়ালা, চতুর্থ গৌহাটি কমার্স কলেজেরই অরুণাভ নাথ এবং পঞ্চম একই কলেজের রাহুল রায়। ষষ্ঠস্থানে যুগ্মভাবে রয়েছে নগাঁও গীতাঞ্জলি জুনিয়র কলেজের তানিশা আলামপুরিয়া ও তিনসুকিয়ার আর ডি জুনিয়র কলেজের অংকুর বরুয়া।

সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে কামরূপ কেসি দাস কমার্স কলেজের হংসিকা চাওলা, করিমগঞ্জ জুনিয়র কলেজ অব সায়েন্সের হর্ষ গোয়ালা এবং নলবাড়ি কমার্স কলেজের প্রতিভা বৈশ্য। অষ্টম স্থান দখল করেছে কামরূপের কেসি দাস কমার্স কলেজের দিশা জৈন ও তিনসুকিয়ার মার্গারেটা কলেজের প্রিয়াংশু আগরওয়ালা।

May 25: In a spectacular performance, Ashim Sarkar  of Vivekananda Junior College has secured the 1st position in the state in commerce stream. He has secured letter marks in all the 5 subjects, which are English, Bengali, Acoountancy, Economics and BUST. Brinda Roy of the same college stood 9 th in commerce by bagging 5 letters.

Again, Harsh Golchha of Karimganj Junior College of Science, Hailakandi has jointly secured the 7th position with two others. Harsh too has secured 6 letters in English, Alternative English, Accountancy, Economics, BUST and CMST.

In the science stream, Daisy Pathak of Silchar Government Boys HS School has bagged the 2nd position and has broken the myth that only students of private schools can fare better. Daisy has secured 6 letters in all which are English, Alternative English, Physics, Chemistry, Biology and Mathematics.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker