Barak UpdatesBreaking News

সেলফি তুলতে গিয়ে ভেসে গেল ২ যুবক, তল্লাশি চলছে
Selfie claims life of 2, gets drowned in river

২৩ জুলাইঃ সেলফি তুলতে গিয়ে উধারবন্দের দুই যুবক মধুরার জলস্রোতে ভেসে গেলেন। কোনওক্রমে প্রাণে বেঁচেছেন তৃতীয়জন। এনডিআরএফ, এসডিআরএফ এই মুহূর্তেও মধুরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কিন্তু দুইজনের কারও খোঁজ মিলছে না।

Rananuj

ঘটনা সোমবার বিকেলের। ৫ বন্ধুতে অটোয় চড়ে গিয়েছিলেন মধুরা কোয়ারিতে। এর মধ্যে রাজেশ দে, সুরজ মালাকার ও মিঠন আচার্যের সাধ জাগে নদীর বুকে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরে দাঁড়িয়ে ফোটো উঠবেন। তাও সেলফি। মোবাইলের ক্যামেরায় তিনজনকে ঠিকঠাক ধরতে গিয়ে পাথরের উপর এদিক-ওদিক করছিলেন তারা। আর তা করতে গিয়েই রাজেশ দে ও সুরজ মালাকার পা পিছলে নদীতে পড়ে যান। মিঠনের অনুমান, তাদের একজন পড়ে যাচ্ছিলেন। বাঁচতে গিয়ে অন্যজনকে ধরতে চান। পড়ে যান দুজনই।

তাদের নদীর জলে ভাসতে দেখে স্থির থাকতে পারেননি মিঠনও। তিনিও দ্রুত ঝাঁপান। তাকে পড়তে দেখেই চিতকার জুড়ে অন্য দুই সঙ্গী রাহুল রায় ও কুটু দত্ত।  পাথর কোয়ারির শ্রমিকরা তাকে উদ্ধার করেন। তার মুখ থেকে তখন রাজেশ ও সুরজের কথা জেনে সবাই মিলে খোঁজাখুজি করেন। কিন্তু লাভ হয়নি। পুলিশকে জানানো হয়। খবর যায় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কাছেও। কিন্তু অন্ধকার নেমে আসায় সোমবার আর কিছু হয়নি। মঙ্গলবার সকাল থেকেই মধুরানদীতে অভিযান চালিয়ে যাচ্ছে এনডিআরএফ এবং এসডিআরএফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker