Barak UpdatesBreaking News

ইউডিএফের সঙ্গে বোঝাপড়া ! কংগ্রেসকে বিঁধলেন বিজেপি নেতারা
Secret understanding with AIUDF ! Congress criticised by BJP

২৬ মার্চঃ এআইইউডিএফ রাজ্যের ১১ আসনে প্রার্থী দেয়নি। এর মধ্যে রয়েছে শিলচরও। স্থানীয় বিজেপি নেতারা আশায় ছিলেন, আজমলের দল শক্ত কাউকে দাঁড় করালে সংখ্যালঘু ভোট বিভাজিত হবে। আখেরে লাভ হবে বিজেপির। কিন্তু তা আর হচ্ছে না বলে প্রচণ্ড গেরুয়াবাহিনী ক্ষিপ্ত। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে বোঝাপড়ার অভিযোগ জানান উত্তরপ্রদেশের গ্রামোন্নয়ন মন্ত্রী, দলের রাজ্য নির্বাচন পর্যবেক্ষক মহেন্দ্র সিংহ।  তিনি শুধু খোঁচা মারেন, অনেকে প্রার্থী দিচ্ছে না। এ কীসের ইঙ্গিত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ রাখঢাক করেননি। সোজা বলেন, প্রার্থী দেওয়া, না দেওয়াতেই ইউডিএফের ভূমিকা স্পষ্ট হয়ে যায়। কংগ্রেস গোপন বোঝাপড়া করেছে তাদের সঙ্গে। এইসব জনসাধারণ ভালভাবে নেয় না বলে তিনি কংগ্রেস নেতাদের সতর্ক করে দেন।

নাগরিকত্ব বিলই যে বরাক উপত্যকায় তাদের তুরুপের তাস, নানা কথায় তা জানিয়ে দিলেন বিজেপি নেতারা। কবীন্দ্রবাবু বলেন, সরকার ক্ষমতায় ফিরে ২/৩ মাসের মধ্যে বিল পাসের কাজে লাগবে। এনআরসি-তে যাদের নাম উঠবে না, এই বিলই তাদের রেহাই দেবে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কথায়, বরাক উপত্যকা মূলত ছিন্নমূলদেরই বাস। তাদের জন্যই এই বিলকে আইনে পরিণত করা খুব জরুরি। তাই সবাই পরবর্তী সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। কংগ্রেসের কাছে এই কাজ আশা করে লাভ নেই। সুস্মিতা দেব সহ তাদের দলীয় নেতারা শিলচরে এককথা বলেন। দিল্লি গেলে একধরনের কথা বলেন, দিসপুর-গুয়াহাটিতে আরেক সুর তাঁদের।

এ দিনের সাংবাদিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি কৌশিক রাই এবং শিলচর আসনের দলীয় প্রার্থী ডা. রাজদীপ রায়ও উপস্থিত ছিলেন।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker