Barak UpdatesHappeningsBreaking News

কাল থেকে স্কুল খুলছে, চাই অভিভাবকের সম্মতিপত্র
Schools to reopen from Monday, consent of parents required

২০ সেপ্টেম্বরঃ সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে। পাঁচ মাসেরও বেশি সময় পর আংশিকভাবে স্কুল খোলার সিদ্ধান্ত নিল আসামের শিক্ষা বিভাগ। আনলক-৪ এর নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছিল, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর মেনে আংশিকভাবে স্কুল চালু করা যাবে। তবে নবম শ্রেণির নীচের পড়ুয়াদের জন্য নয়। সেই নিয়ম মেনেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা স্কুলে গিয়ে শিক্ষকদের কাছ থেকে পাঠ নিতে পারবেন।

আসাম ছাড়াও ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার সহ বেশ কিছু রাজ্য। এখন ক্লাস চালু হচ্ছে না পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাত, কেরল, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে।

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আনলক ৪-এর নির্দেশিকায় জানিয়েছিল, কোভিড সংক্রমণের পরিস্থিতি বুঝে স্কুল বা ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকারগুলি। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরই স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। পড়াশোনায় কোনও বিভ্রান্তি বা সমস্যা থাকলে সেগুলি দূর করতে স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে শলাপরামর্শ করতে পারবে ওই শ্রেণির পড়ুয়ারা। তার জন্য অবশ্য অভিভাবকদের লিখিত অনুমতি পত্র আনতে হবে। পাশাপাশি স্কুলে ঢোকার আগে থার্মাল চেকিং করতে হবে এবং পড়ুয়াদের স্কুলে যেতে হবে মাস্ক পরে।

তবে তাদের উপস্থিতির বাধ্যবাধকতা নেই। করোনা বিধি মেনে প্রাথমিক ভাবে ১৫ দিনের জন্য এই পদ্ধতিতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker