Barak UpdatesBreaking News
দিল্লিতে সমতা পুরস্কার পেলেন সব্যসাচী সহ ৫Sabyasachi along with 5 others receive Samta Award in Delhi
২ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাওয়া প্রতিভাশালী যুবকদের বাছাই করে তাদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে উৎসাহিত করল ভারতীয় সমতা সমাজ। নতুন দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে এ বার ‘ভারতীয় সমতা পুরস্কার ২০১৯’ পেয়েছেন বরাকের কয়েকজন। এরমধ্যে অন্যতম বরাকের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সব্যসাচী রুদ্রগুপ্ত। তাঁকে এ দিন বিশেষ সম্মানিত অতিথি হিসেবে সম্মান জানানো হয়।
১৭ আগস্ট নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবের মাওলংকর হলে আয়োজিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগঠনের রাষ্ট্রীয় অধ্যক্ষ কালীরাম তোমার বক্তব্যে কাজের প্রতি সব্যসাচীর উৎসাহের কথা তুলে ধরেন। তিনি বলেন, উত্তরপূর্বের যুবকরা সারা দেশের তুলনায় বিন্দুমাত্র পিছিয়ে নেই। সব্যসাচীও তাঁর কথায় বরাক উপত্যকাকে তুলে ধরেছেন।
সব্যসাচী ছাড়াও অন্য যারা এ বছর সমতা পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে বারইগ্রামের কবি নিরুপম শর্মা চৌধুরী, শিলচরের তরুন ব্যবসায়ী রোহিত পাল, করিমগঞ্জের নৃত্যশিল্পী নন্দিতা পাল ও শিক্ষিকা সর্বানী পাল কর। গত বছরও একইভাবে বরাকের চারজন সমতা পুরস্কার পেয়েছিলেন।