Barak UpdatesBreaking News

৫৬ ঘণ্টা একটানা নেচে নয়া রেকর্ড গড়লেন রূপেন্দু
Rupendu creates new record by non-stop dancing for 56 hours

৫ জুন : একটানা ৫৬ ঘন্টা নেচে জাতীয় স্তরে নয়া রেকর্ড গড়লেন শিলচরের নৃত্যশিল্পী রূপেন্দু দাস। স্থানীয় গান্ধীভবনে মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিট নাগাদ রূপেন্দুর ঘোষিত ৫৬ ঘন্টার নৃত্যানুষ্ঠান শেষ হয়। কথা ছিল রাত ৮.২০ টায় নাচ শেষ হবে l কিন্তু সমবেত দর্শক ও সহযোগীদের উৎসাহ উদ্দীপনায় নাচ শেষ হতে দেরি হয়। সে অনুযায়ী রূপেন্দু দাসের নয়া রেকর্ড ৫৬ ঘন্টা ১৫ মিনিট।

গত রবিবার ২ জুন দুপুর ১২.২০ টায় রূপেন্দুর অনুষ্ঠানের উদ্বোধন হয় ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার মহারাজ মৃন্ময়ানন্দজির হাত ধরে।

তিনদিন ধরে একনাগাড়ে না থেমে নেচে যান রূপেন্দু। দর্শকাসন অনেক সময় খালিই পড়ে থাকে। কিন্তু মঞ্চে মুহূর্তের জন্যও নাচ বন্ধ করেননি পঞ্চাশোর্ধ রূপেন্দু। অবশ্য তাঁর কয়েকজন বন্ধু সারাক্ষণ ধরে উৎসাহ জুগিয়ে গেছেন। তিন দিনের নৃত্যানুষ্ঠানে অনেক বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে রূপেন্দুর মনোবল বাড়িয়ে গেছেন। মঞ্চের সামনে রাখা কমেন্ট খাতায় নিজেদের মতামত লিপিবদ্ধ করেছেন। অনেকেই সেখানে রূপেন্দুকে শিলচর তথা বরাকের গর্ব বলেও উল্লেখ করেছেন।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে দুর্লভ মুহূর্তের সাক্ষী হন জেলা বিজেপি সম্পাদক কণাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন তাঁর সুহৃদ সহেলি দেব, নবেন্দু সাহা, ববি পাল, সমীরণ চৌধুরী সহ রূপেন্দু ও তার সঙ্গীদের সন্তানেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker