Barak UpdatesHappeningsBreaking News

২৫০ পরিবারে রূপমের ত্রাণ, করোনা যোদ্ধাদের সংবর্ধনা
Rupam gives relief to 250 families, felicitates corona warriors

১৯ এপ্রিল: করোনা ত্রাণে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা প্রদানের পর রূপম শহরের দুস্থ ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে৷  চাল, ডাল, আলু, আটা, সয়াবিন, বিস্কুট ও  তেলের ২০০ প্যাকেট শরতপল্লী উত্তরাঞ্চলে বিলি করা হয়৷ বাকি ৫০ প্যাকেট দেওয়া হয় শহরের বিভিন্ন স্থানে৷ শনিবার শরতপল্লীর ত্রাণ বিতরণের সময় বিধায়ক দিলীপকুমার পালও উপস্থিত ছিলেন৷

করোনা মোকাবিলায় যারা দিন-রাত পরিশ্রম করে চলেছেন শনিবার শিলচরের সামাজিক সাংস্কৃতিক সংস্থা ‘রূপম’ তাঁদের সংবর্ধনা জানায় । প্রথমে শিলচর সিভিল হসপিটালে গিয়ে ডাক্তার-নার্সদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়৷ এই দুর্যোগের সময় ব্যাংকের কর্মচারী ও পোস্ট অফিসের কর্মচারীরা যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদের কথা চিন্তা করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিয়নাল ম্যানেজার ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শিলচর শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং শিলচর প্রধান ডাকঘরের চিফ পোস্টমাস্টার ও এপিএমকে সম্মান জানানো হয়৷ পরে এসপি অফিসে গিয়ে ডিএসপি (ডিআইবি)- কেও সংবর্ধনা প্রদান করা হয়৷ সদর থানায় গিয়ে কর্মরত পুলিশ-সিআরপি জওয়ানদের বিস্কুট ও জলের বোতল দেওয়া হয়৷ সঙ্গে মাক্স ও উত্তরীয় দিয়ে তাদের সম্মান জানানো হয়৷ শহরের প্রতিটি মোড়ে কর্তব্যরত সিআরপিএফ-পুলিশদেরও রূপমের পক্ষ থেকে একইভাবে সম্মান জানানো হয়৷

রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল জানান, এই করোনা যুদ্ধে জয়ী হওয়ার পরে বৃহত্তর পরিসরে আনুষ্ঠানিক  সংবর্ধনার আয়োজন করা  হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker