Barak UpdatesHappenings

আরোগ্য নিধিতে রূপম দিল ২৫ হাজার
Rupam cultural organisation donates ₹25,000

৮ এপ্রিল: করোনা মোকাবিলায় গঠিত আসাম আরোগ্য নিধি তহবিলে ২৫ হাজার টাকা দিল রূপম৷ বুধবার জেলাশাসক বর্ণালী শর্মার হাতে ওই অঙ্কের চেকটি তুলে দেওয়া হয়৷ রূপম সম্পাদক নিখিল পাল জানান, এখানেই তারা দায়িত্ব শেষ করছেন না৷ লকডাউন উঠে গেলে বিভিন্ন সামগ্রী নিয়ে নিজেরা যাবেন দুস্থজনদের কাছে৷ সে জন্যও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷

নিখিলবাবু বলেন, এই পরিস্থিতিতে রূপম পরিবারের সবাইকে নিজেদের সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানানো হয়েছিল। সবাই সাড়া দিয়েছে৷ তাঁর কথায়, আসাম সরকার রাজ্যের সকল কর্মচারীদের নিজের এলাকার দুঃস্থ পরিবারকে  সাহায্যের হাত বাড়িয়ে দিতে যে আহ্বান জানিয়েছে, তা খুবই সময়োপযোগী৷ সংস্কৃতিপ্রেমী জনসাধারণও এলাকার অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে পারে। রূপম তা-ই করবে বলে অঙ্গীকার করেন৷

ডাক্তার, নার্স, প্যারা মেডিকেল স্টাফ, পুলিশ, সাংবাদিক ও সাফাই কর্মচারী সহ জেলা প্রশাসন দিনরাত যেভাবে কাজ করে চলেছে, রূপম তাদের ধন্যবাদ জানায়৷ সমস্ত কিছু বন্ধের মধ্যেও পোস্ট অফিস ও ব্যাংক কর্মচারীরা যে পরিষেবা দিয়ে যাচ্ছেন, তাঁদেরও স্যালুট জানায় এই সামাজিক-সাংস্কৃতিক সংগঠন৷ গত মঙ্গলবার মুম্বাই স্টেট ব্যাংক-এর একজন অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তাঁরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker