Barak UpdatesHappeningsBreaking News
Retail & wholesalers of essential items to be given pass
অত্যাবশ্যকীয় সামগ্রী বহনের জন্য পাস মিলবে

২৬ মার্চ: করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের জন্য পুরো দেশ লকডাউনে রয়েছে৷ কাছাড় জেলাতেও লক ডাউনকে কঠোরভাবে অনুসরণ করা চলছে এবং ন্যূনতম মানুষের চলাচলে অনুমোদন জানানো হয়েছে l
সাধারণ জনগণের কাছে প্রয়োজনীয় সামগ্রীর সহজলভ্যতার জন্য সরকারের জারি করা সমস্ত পরিষেবা সরবরাহকারীকে (খুচরা বিক্রেতা বা পাইকার) পাস দেওয়া হবে৷ প্রয়োজনীয় পণ্যাদি আনা নেওয়ার সময় যাতে নিরাপত্তা কর্মীদের হাতে হয়রানির শিকার না হতে হয় সেজন্যই এই ব্যবস্থা৷
কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাওয়ানকে কেবলমাত্র জেলায় প্রয়োজনীয় জিনিসপত্র বহন ও সরবরাহের জন্য প্রয়োজনীয় পাস প্রদানের অনুমতি দেওয়া হয়েছে। দীপময় ঠাকুরিয়া তাকে সহায়তা করবেন। পাইকাররা যেন এই পাসের অপব্যবহার না করেন সে ব্যাপারে জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলাশাসক বর্ণালী শর্মা একথা জানিয়েছেন l