NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ডিমাসাদের আপত্তিতেই ভাষাশহিদ স্টেশন নয়, বিধানসভায় জবাব
Renaming Silchar station not possible due to objection by Dimasas: Pijush Hazarika

ওয়েটুবরাক, ৯ অগস্ট: কেন্দ্রের সবুজ সঙ্কেতের পরেও শিলচর রেলস্টেশনের ‘ভাষাশহিদ স্টেশন’ হচ্ছে না৷ আজ সোমবার আসাম বিধানসভায়  উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে মন্ত্রী পীযুষ হাজরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সে কথা৷ কমলাক্ষ এ নিয়ে সুর চড়াতে চাইলে মন্ত্রী তাঁকে কংগ্রেস আমলের কথা টেনে পাল্টা প্রশ্ন তোলেন, ১৯৬১ সালে ভাষা আন্দোলনের পর থেকে অসমে টানা কংগ্রেস সরকার ছিল। কেন্দ্রেও বেশিরভাগ সময়ই ছিল কংগ্রেসের শাসন। শিলচরের সাংসদ  সন্তোষমোহন দেব ছিলেন থেকে কেন্দ্রীয় মন্ত্রী৷ ২০১৬ পর্যন্ত টানা তিন দফায় অসমের মুখ্যমন্ত্রী ছিলেন তরুণ গগৈ৷ তাঁদের আমলে কেন  নামবদল হল না? কেন নামবদলের জন্য বিজেপির শাসনের জন্য অপেক্ষা করতে হল?

পীযুষ জানান, ডিমাসা সংগঠনের তরফে নাম বদলের বিরুদ্ধে স্মারকলিপি জমা পড়েছে। তাদের দাবি, স্টেশনের নাম রাখা হোক বীর শম্ভুধন ফংলোর নামে। ডিমাসাদের অভিযোগ, শিলচর স্টেশনের অদূরে থাকা শম্ভুধনের স্মৃতিফলক উধাও হয়ে গিয়েছে। তাঁর সম্মানে ব্রিটিশরা যে উদ্যান তৈরি করেছিল তার নাম বদলে গাঁধীবাগ রাখা হয়েছে। উদ্যানে তৈরি হয়েছে ভাষাশহিদ স্মারক। পীযুষ বলেন, সব ভাষাগোষ্ঠীর আবেগকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেবে সরকার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker