NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ধরিত্রী শর্মাকে, অভিযোগ আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের
ওয়েটুবরাক, ৭ নভেম্বর : আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলার সম্পাদক ধরিত্রী শর্মাকে মাওবাদীদের সাথে সম্পর্ক রাখার সন্দেহে এনআইএ অ্যাক্টে গ্রেফতার করে গুয়াহাটিতে নিয়ে গিয়েছে। মিথ্যা মামলায় তাঁকে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে ইউনিয়ন৷ তাদের কথায়, ডলু চা-বাগানে জোরজবরদস্তি ফসলি জমি অধিগ্রহণ ও ভূমাফিয়াদের জমি দখল করার চক্রান্তের বিরুদ্ধে ডলু’র শ্রমিকরা আন্দোলনে নামলে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের পাশে দাঁড়ায়৷ বর্তমানে শ্রমিকরা অধিগৃহীত ২৫০০ বিঘা জমি শ্রমিক কো-অপারেটিভকে লিজে ফেরত দেওয়ার দাবি তুলেছে। শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলনের পাশে যাতে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন না দাঁড়ায় সেই চাপ সৃষ্টি করতে মিথ্যা মামলায় তাঁকে জড়ানো হয়েছে। রেজিষ্ট্রিকৃত আইনি ও সাংবিধানিক ট্রেড ইউনিয়ন হিসাবে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কোনও পদাধিকারী ও কর্মী মাওবাদীদের সাথে সম্পর্ক রাখার কোনও প্রশ্নই ওঠে না বলে জোরগলায় জানায় ইউনিয়ন৷
তাঁদের কথায়, জন্মলগ্ন থেকে ধরিত্রী শর্মা শ্রমজীবীদের আইনি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লাগাতার গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে কাজ করে যাচ্ছেন, তাঁর বিরুদ্ধে আইন বিরোধী কোনও কাজে যুক্ত থাকার অভিযোগ কোনওদিনই উত্থাপিত হয়নি।
অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ধরিত্রী শর্মার বিরুদ্ধে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছে। তাঁরা বলেন, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন শ্রমজীবীদের একটি রেজিষ্ট্রিকৃত স্বাধীন ইউনিয়ন এবং বিভিন্ন স্বাধীন ট্রেড ইউনিয়নের সর্বভারতীয় যৌথ মঞ্চ নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়্যাটিভের (এনটিইউআই, নয়া দিল্লি) অনুমোদিত ইউনিয়ন, কোনও রাজনৈতিক দলের ইউনিয়ন নয়। অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ২০০৮ সালে রেজিস্ট্রিকৃত এবং তার পর থেকে আজ পর্যন্ত অসমের বিভিন্ন প্রান্তে শ্রমজীবীদের আইনী ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অসমের বিভিন্ন প্রান্তে ও চা-বাগান সহ বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের ইউনিয়নের অন্তর্ভুক্ত করেছে।