NE UpdatesBarak UpdatesHappenings
কেএসইউ সভাপতির বিরুদ্ধে মামলা তুলে নিতে অমিতেশকে চাপ
মেঘালয়ের বিজেপি বিধায়ক চিঠি লিখলেন হিমন্তবিশ্বকে
২৭ অক্টোবরঃ কেএসইউ প্রধান লাম্বকস্টার মার্নারকে অভিযুক্ত করে যুবমোর্চার জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী যে মামলা করেছিলেন, তা প্রত্যাহার করানোর জন্য উঠেপড়ে লেগেছেন দক্ষিণ শিলঙের বিজেপি বিধায়ক সানবর শুল্লাই৷ নিজে ফোন করেন অমিতেশকে। চিঠি লেখেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে। তাঁর কথায়, মেঘালয়ে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে ইছামতিতে এক কেএসইউ সদস্যের খুনের পর। তখন অশান্ত হয়ে ওঠে গোটা শিলং। কিন্তু তা একেবারেই রাজ্যের নিজস্ব ব্যাপার৷ সানবর বলেন, অথচ এ নিয়ে কলকাতায় মেঘালয় হাউসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এর পরই ব্যানার লাগে শিলঙে। তাঁর দাবি, মেঘালয়ে জনজাতি, অজনজাতি মানুষ বছরের পর বছর মিলেমিশে রয়েছে৷ এখন শিলচরে মামলা হওয়ার দরুন বিষয়টি জটিল রূপ নিচ্ছে। তাই নেডা আহ্বায়ক হিমন্তবিশ্বর কাছে তাঁর আর্জি, তিনি যদি ওই মামলা প্রত্যাহার করানোর ব্যাপারে হস্তক্ষেপ করেন।
চিঠি পেয়ে মন্ত্রী শর্মা যুব মোর্চার অসম প্রদেশ সভাপতি অনুপ বর্মণকে বিষয়টি দেখার দায়িত্ব দেন। অনুপবাবু কথা বলেন অমিতেশের সঙ্গে। অমিতেশের এককথা, এই ধরনের মন্তব্যের জন্য কেএসইউ সভাপতিকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি মেঘালয়ের বাঙালির নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে।