NE UpdatesHappeningsBreaking News

মেঘালয়ে ফলের ওয়াইন প্রস্তুত কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রী সাংমার

শিলং, ১৫ সেপ্টেম্বর : মেঘালয়ের মিত্রজোট সরকার এ রাজ্যে স্থানীয় ফল থেকে ওয়াইন নির্মাতাদের প্রচারের মাধ্যমে পর্যটন, কৃষি, কর্মসংস্থান সৃষ্টি করে এক সমৃদ্ধশালী পরিবেশ গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে। বৃহস্পতিবার শিলঙের মাউডিয়াংডিয়াঙে উত্তর পূর্ব ওয়াইন ইনকিউবেশন সেন্টার চালু করে এ কথা বলেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এই অনুষ্ঠানে ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী ফলের ওয়াইন শিল্পকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন।

কৃষিমন্ত্রী আম্পারিন লিংডো ও আবগারি মন্ত্রী কিরমেন শিলার উপস্থিতিতে এই অঞ্চলের মধ্যে প্রথম কেন্দ্রটির উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রী সাংমা বলেন, পেশাদারী ওয়াইন নির্মাণ ও প্যাকেজিং-এর প্রসারের জন্য কৌশল উদ্ভাবন করার ধারণা তাঁর মনেও এসেছিল। যখন তিনি বিয়ারের বোতলে ঘরে প্রস্তুত করা আনারসের ওয়াইন দেখেন, তখনই তাঁর মনে এই ভাবনা আসে। তিনি বলেন, আলোচনা পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা একথা ভাবতে বাধ্য করল যে মেঘালয়ে ফলের ওয়াইনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker