HappeningsBreaking News
৩০/১০ কাণ্ডে রঞ্জন দৈমারি সহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডRanjan Daimary along with 10 others gets life imprisonment in 30/10 blasts
৩০ জানুয়ারি : ২০০৮ সালের ৩০ অক্টোবর আসামে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বুধবার কঠোর সাজা শোনাল সিবিআইয়ের বিশেষ আদালত। এই ঘটনার মূল অভিযুক্ত রঞ্জন দৈমারি সহ অন্য ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। গত সোমবার আদালত এক রায়ে আসামে ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্ত ১৪ জনকে দোষী সাব্যস্ত করেছিল।
রঞ্জন দৈমারি ছাড়া যে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তারা হল, জর্জ বড়ো, অজয় বসুমাতারি, রাজু সরকার, খর্গেশ্বর বসুমাতারি, রাজেন গয়ারি, বি থরাই ওরফে বাইসাগী, লক বসুমাতারি, আনসাই বড়ো ও ইন্দ্র বড়ো। বাকি তিন দোষী জয়ন্তী ব্রহ্ম, প্রভাত বড়ো ও মথুরাম ব্রহ্মকে ৫ বছরের কারাদণ্ড সহ ৩ হাজার টাকা করে চারটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা দিতে হবে। ঘটনার ১০ বছর পর সিবিআই আদালত এদের বিরুদ্ধে রায় ঘোষণা করে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ১২২, ১২৩ ও ৩০২ ধারার অধীনে মামলা চলেছে। এদিকে, সাজা ঘোষণার পর তাদের নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে জমায়েত বেশ কিছু মানুষ এনডিএফবি-র নামে জয়ধ্বনি দেয়।
প্রসঙ্গত, গুয়াহাটি, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও ও বরপেটায় ধারা বিস্ফোরণে ২০০৮ সালের ৩০ অক্টোবর ৮৮ জনের প্রাণ গিয়েছিল। বিস্ফোরণে আহত হয়েছিলেন ৫৮০ জন। বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত ছিল এনডিএফবি-র রঞ্জন দৈমারি।
এ দিকে, ২০১৩ সালের জুন থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিল রঞ্জন দৈমারি। সোমবার আদালত তাকে দোষী সাব্যস্ত করার পর জামিন বাতিল করা হয়। সে অনুযায়ী এ দিনই আদালত চত্বর থেকে পুনরায় গ্রেফতার করা হয় দৈমারিকে। দুদিন তাকে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল।
January 30: CBI Special Court on Wednesday pronounced life imprisonment for National Democratic Front of Boroland (NDFB) supremo Ranjan Daimary. He was given life imprisonment in the serial bomb blasts in Assam that claimed 88 lives and left around 500 injured on October 30, 2008. Another ten found guilty in the crime were also sentenced to life imprisonment. Three others were fined and imprisoned for five years for their involvement in the heinous crime.
The trial began in February 2011, almost two years after the CBI filed chargesheets in the case. The accused include George Bodo, Jayanta Brahma, Ajay Basumatary, Prabhat Bodo, Raju Sarkar, Khargeshwar Basumatary, Rajen Goyary, B Thorai alias Baisagi, Lok Basumatary, Mathuram Brahma, Ansai Bodo and Indra Bodo who were proven guilty in the CBI Special Court on Monday.
In December 2009, Ranjan Daimary was apprehended in Bangladesh. He was handed over to India in 2010 and after this he was arrested. Since 2013, the NDFB faction headed by Ranjan Daimary has been engaged in peace process with the Government of India. As such, the Government of India facilitated Daimary on bail to take part in the peace process.