Barak UpdatesBreaking News

কবিগুরুর বরাকে আসার শতবর্ষ উপলক্ষে করিমগঞ্জে শোভাযাত্রা
Rally taken out at Karimganj to celebrate the centenary of Rabindranath Tagore’s visit to Barak Valley

২৩ সেপ্টেম্বর: ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বরাক উপত্যকা হয়ে সিলেটে গিয়েছিলেন| তাঁর সফরের শতবর্ষ পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন| সোমবার শোভাযাত্রার মাধ্যমে শতবর্ষ কর্মসূচির সূচনা হয়|

Rananuj

শম্ভুসাগর পার্ক থেকে শোভাযাত্রা বেরিয়ে পুরো করিমগঞ্জ শহর পরিক্রমা করে| বেশ কিছু ট্যাবলো ছিল পরিক্রমায়| বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্যরা পথে সঙ্গীত-নৃত্য পরিবেশন করেন| আবৃত্তিও শোনান অনেকে| বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক তাতে অংশ নেন| করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বঙ্গ সাহিত্যের জেলা সভাপতি সুধাংশুশেখর দত্ত ছিলেন পুরোভাগে

কবিগুরু সে বছরের ৪ নভেম্বর বদরপুরে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন| পরে করিমগঞ্জে ট্রেন দাঁড় করিয়ে রেখে স্টেশনেই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল| তিনি সেখানে বক্তৃতাও করেন| শতবর্ষ পরে ঠিক ওই তারিখে একই স্থানে এ বার সভার আয়োজন করেছে বঙ্গ সাহিত্য| সেদিন রেল কর্তৃপক্ষের কাছে করিমগঞ্জ স্টেশন চত্বরে কবিগুরুর আবক্ষ মূর্তি নির্মাণ ও সংবর্ধনা পত্রের প্রতিলিপি স্থাপনের দাবি আনুষ্ঠানিকভাবে পেশকরা হবে| এর আগে ২০ ও ২১ অক্টোবর তারা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করবে| দ্বিতীয় পর্বে দুদিনই রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব চিত্রকলা ও তথ্যচিত্রের প্রদর্শন হবে বলে আয়োজকরা জানিয়েছেন|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker