Barak UpdatesBreaking News

আগে ক্যাব করে উদ্বাস্তু সুরক্ষা, পরে এনআরসি, বললেন হিমন্ত
Citizenship Bill will be passed first, NRC to follow later, asserts Himanta

২৩ সেপ্টেম্বর: আগে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে উদ্বাস্তুদের সুরক্ষা নিশ্চিত করা হবে, পরে এনআরসির বাকি কথা| শিলচরে এসে এ ভাবেই হিন্দু বাঙালিদের আশ্বস্ত করলেন রাজ্যের পূর্ত, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা| কাশ্মীর ও ৩৭০ ধারা নিয়ে বক্তৃতা করতেই তিনি এ দিন এখানে আসেন| তবে উপস্থিত জনতার প্রত্যাশা ধরে তিনি এনআরসিতেই বিশেষ গুরুত্ব দেন|

বলেন, আগামী নভেম্বরে সংসদ অধিবেশনে নাগরিকত্ব বিল আসছে| এ বার তা পাস হতে কোনও চিন্তা নেই| সবাইকে খুশি করে কীভাবে বিলটি আনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই চেষ্টাই করছেন| হিমন্তের সোজাসাপ্টা বক্তব্য, নির্যাতনের শিকার হয়ে যারা ভারতে এসেছেন, তাদের আবার কীসের কাগজ! তারা সোজাসুজি নাগরিকত্ব পেয়ে যাবেন| এর পর শুরু হবে এনআরসির মাধ্যমে বিদেশি বাছাই|

মুসলিমরাই যে তার মূল লক্ষ্য, নানাভাবে তা বুঝিয়ে দেন| কিন্ত মুসলমান শব্দটি একবারও উচ্চারণ করেননি| তাঁর কথায়, গোয়ালপাড়ায় বিশাল ডিটেনশন ক্যাম্প হচ্ছে বলে অনেক প্রশ্ন উঠছে, অনেকে ভয় পাচ্ছেন| কিন্তু সকলের ভয়ের কী হল! কাদের সেখানে থাকতে হবে, তা তো বলেই দিলাম| প্রতীক হাজেলার এনআরসিতে অসম বিজেপি খুশি হতে পারেনি, জানান হিমন্ত| বলেন, যে এনআরসি আমরা চেয়েছিলাম, তা হয়নি| তাই এর পরবর্তী কাজকর্ম নভেম্বরে শুরু হবে| ততদিনে নাগরিকত্ব সংশোধনী বিল এনে তাকে আইনে পরিণত করা হবে|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker