India & World UpdatesAnalyticsBreaking News
তৎকাল টিকিট বুকিং বাতিল করল রেল
Railways cancelled Tatkal booking in 230 Special Trains

৩০ জুন ঃ ২৯ জুন থেকে শুরু হওয়া ২৩০টি স্পেশাল ট্রেনের সবগুলোরই তৎকাল টিকিট বুকিং বাতিল করে দিয়েছে রেল। করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক বৃদ্ধি পাওয়ায় রেল বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় গত ২৫ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী, মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছিল। গত ৩১ মে যাত্রীদের আশ্বস্ত করে রেল মন্ত্রকের তরফে বলা হয়েছিল, ২৯ জুন থেকে সব বিশেষ ট্রেনগুলোতে তৎকাল পরিষেবা চালু করা হবে।
এর আগেও গত মাসে ২০০ জোড়া বিশেষ ট্রেন চালু করার মুখে রেলস্টেশন গুলোর রিজার্ভেশন কাউন্টার গুলোতে ৩০ দিন আগের অগ্রিম বুকিংও বাতিল করে দেওয়া হয়। রেলের তরফে যদিও বলা হয়েছিল, আরএসি ও ওয়েটিং লিস্টের ভিত্তিতে টিকিট ইস্যু করা হবে। কিন্তু ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে সারা দেশে ১ জুলাই থেকে ২৩০টি বিশেষ ট্রেন চালাবে রেল বিভাগ। অবশ্য ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সব নিয়মিত ট্রেন আগেই বাতিল করে দিয়েছিল বিভাগ।