Barak UpdatesBreaking News

সিভিল হাসপাতালে পালস পোলিওর সুচনা করলেন মাদ্দুরী
Pulse Polio Programme launched by Laya Madduri at Cachar

১০ মার্চ : রবিবার সারা দেশের সঙ্গে শিলচরেও শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হয়েছে। শিলচর সিভিল হাসপাতালের আরবান ফ্যামিলি ওয়েলফেয়ার ইউনিটে এক শিশুর মুখে ড্রপ দিয়ে এই অভিযানের সূচনা করেন জেলাশাসক লয়া মাদ্দুরী। পোলিও মুক্ত দেশ গড়ে তোলার অঙ্গ হিসেবেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
Pic Credit:Eagle

এ দিন এই অভিযানের উদ্বোধন করে সংক্ষিপ্তভাবে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জেলাশাসক বলেন, প্রতি বছর পালস পোলিও অভিযানকে বাস্তবায়িত করতে যে সব স্বাস্থ্যকর্মী অংশ নেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানো প্রয়োজন। তিনি বলেন, সাফল্যের সঙ্গে এ বারও এই অভিযান সম্পূর্ণ করা দরকার। এতে যাতে বিন্দুমাত্র অবহেলা করা না হয়, সেজন্য তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। কাছাড় জেলার শূন্য থেকে ৫ বছর বয়সের সব শিশু যাতে এর আওতায় আসে, সেদিকে তিনি গুরুত্ব আরোপ করেন। জেলাশাসক অভিভাবকদেরও সহযোগিতা করার আহ্বান জানান।


কাছাড় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ও নগর স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এই পোলিও কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুদীপজ্যোতি দাস, অতিরিক্ত মুখ্য চিকিতসা আধিকারিক ডাঃ প্রদীপ কুমার রায়, এসডিএমও ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, নগর স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডাঃ রিমা৷ পাটোয়া, ডিআইও এম আই বরা প্রমুখ। ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মচারীরাও।
প্রসঙ্গত, এ বছর কাছাড় জেলায় ২ লক্ষ ৭৭ হাজার ৯৭৯ টি শিশুকে পোলিও ড্রপ খাওয়ানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এজন্য মোট বুথ রাখা হয়েছে ১২৯৩টি। মোট ৫১১০ জন স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো হয়েছে। বুথ লেভেল সুপারভাইজার করা হয়েছে ২৫৭ জনকে।


March 10: President Ram Nath Kovind launched the Pulse Polio programme 2019 on Saturday, after a postponement from the earlier February 3 date. On the eve of National Immunisation day, President administered polio drops to children less than five years old at the Rashtrapati Bhawan. More than 17 crore children of less than five years across the country will be given polio drops as part of the drive of Government of India to sustain polio eradication from the country.

At Cachar district too, Deputy Commissioner Laya Madduri kickstarted the Pulse Polio programme 2019 by administering polio drops to children below five years at a programme organised at Satindra Mohan Dev Civil Hospital, Silchar. Speaking during the occasion, the Deputy Commissioner offered best wishes to all health functionaries involved in this programme of eradication of polio. She said, “Like every year, this year too we need to successfully cover every child in the age group of 0 to 5.” She further said that not even slightest negligence should be shown in the proper implementation of this programme.

Pic Credit:Eagle

Laya Madduri in her speech also urged upon the public to involve themselves in the Pulse Polio programme 2019. “It’s our duty to ensure a healthy future of our children. The health functionaries should commit to ensure that every child in the district should be administered polio drops,” said the Deputy Commissioner.

It needs mention here that the IPPI Programme, 2019 is targeted to reach 2,77,979 beneficiaries of Cachar district aged between 0 to 5. A total of 5110 health workers will be involved in this exercise. The booth activity of giving polio drops will be on 10 March 2019 whereas house-to-house activity will be done on 11 and 12 March, 2019.

Present during the occasion at SM Dev Civil Hospital on Sunday were Dr. Sudip Jyoti Das, Dr. Pradip Kumar Roy, Dr M.I Barua, Dr. Ajit Kumar Bhattacharjee, Dr. Rima Patao among others.

The Pulse Polio campaign was introduced by the government around 1995 as part of an initiative to reach a state of complete polio eradication. Following this, the last cases of polio were reported in 2011 in the country. After a three-year observation period, the World Health Organisation (WHO) granted India its ‘polio-free’ status. The vaccines, however, continue to be administered as a precautionary measure. The immunisation programme has contributed significantly to the decline of Infant Mortality Rate from 39 in 2014 to 32 per 1,000 live births in 2017.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker