NE UpdatesAnalyticsBreaking News
বন্যায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগে ক্ষতি ৩৫০ কোটি : হিমন্তবিশ্বPublic Works Department has suffered a loss of Rs 350 crore in the flood: Himanta
২৫ জুলাই : আসামের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার বৈঠক করলেন রাজ্যের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যায় আসামে মোট ৩০টি বাঁধ ভেঙেছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলা বর্তমান বন্যার কবলে পড়েছে।
দুর্যোগ মোকাবিলা বিভাগের দেওয়া তথ্য অনুসারে, সাম্প্রতিক বন্যায় এখনও কুড়িটি জেলা ডুবে রয়েছে। এই তথ্য অনুসারে বন্যায় ২৯৩৩টি গ্রামের প্রায় ৩৪ লক্ষ ৮২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। লক্ষ লক্ষ লোক বন্যার ফলে গৃহহীন হয়ে পড়েছেন। এখনও বহু মানুষ আশ্রয় শিবিরে রয়েছেন।
মন্ত্রী শর্মা এ দিন উল্লেখ করেছেন, এ বছর ভাঙা বাধঁগুলো পুনরায় নির্মাণ করা হয়নি। তিনি পুরো বাঁধ নতুন করে নির্মাণ করার বিষয়ে মত প্রকাশ করেন। তিনি এর মধ্যেই রাজ্যের দশটি বন্যাক্রান্ত জেলা পরিদর্শন করেছেন। হিমন্তবিশ্ব বলেন, এ বছর বন্যায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতির পরিমাণ ৩৫০ কোটি টাকার বেশি হবে। বানভাসিদের সাহায্যে বিভিন্ন বিভাগ এ পর্যন্ত ১০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রসঙ্গত, আসামে ১৯৫০ সালের পর নির্মাণ করা মোট ৫০০০ কিলোমিটার বাঁধ রয়েছে এবং এর বেশিরভাগ সময়মত পুনরায় নির্মাণ না করার জন্য এগুলো স্থায়ীত্বকাল শেষ হয়ে গিয়েছে।