India & World UpdatesAnalyticsBreaking News

শুক্রবার চন্দ্রগ্রহণ, দৃশ্য ভারতেও
Penumbral lunar eclipse on Friday, visible from India

২ জুন : এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আগামী ৫ জুন শুক্রবার। এটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও আন্টার্টিকা থেকে। ভারতেও এটি খালি চোখে দেখা যাবে। এ বছর প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল ১০ জানুয়ারি। এবারের এই চন্দ্রগ্রহণে পৃথিবীর প্রধান ছায়া চাঁদের ওপরে পড়বে না।

চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ১৫ মিনিটে। চলবে রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত। সবমিলিয়ে ৩ ঘণ্টা ১৯ মিনিট চলবে গ্রহণ। ৫ জুন রাত ১২টা ৫৪ মিনিট থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে। এমনটাই জানিয়েছে timeanddate.com। এবার চন্দ্রগ্রহণে চাঁদকে দেখাবে প্রায় পূর্ণিমার চাঁদের মতো। কারণ পৃথিবীর প্রধান ছায়ার ভেতরে থাকবে না চাঁদ। বরং তা থাকবে পৃথিবীর প্রচ্ছায়ার মধ্যে। তাই এবারের এই চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে penumbral lunar eclipse।

সাধারণভাবে জুন মাসের চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। তাই এই চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে স্ট্রবেরি penumbral lunar eclipse। এ বছর ১০ জানুয়ারি ও ৫ জুনের পর ফের চন্দ্রগ্রহণ হবে ২৯ নভেম্বর। শুক্রবারের চন্দ্রগ্রহণ স্পষ্ট দেখা গেলেও ২৯ নভেম্বর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker