India & World UpdatesHappeningsBreaking News
দিল্লিতে নিয়ম ভেঙ্গে কৃষকদের ট্র্যাক্টর র্যালি, কাঁদানে গ্যাসProtesting farmers breaks barricade, enters Red Fort, climbs up to hoist flag
২৬ জানুয়ারি : কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে থাকা কৃষকরা মঙ্গলবার দিল্লির রাজপথে ট্র্যাক্টর র্যালির মাধ্যমে প্রতিবাদ জানান। গণতান্ত্রিকভাবে ট্র্যাক্টর র্যালি করার জন্য কৃষকরা আগেই অনুমতি নিয়েছিলেন। কিন্তু এরপর কৃষকদের প্রতিবাদ অগণতান্ত্রিক রূপ নেয় বলে জানা গেছে। প্রতিবাদী কৃষকরা পুলিশের বেরিক্যাড ভেঙে লালকেল্লায় প্রবেশ করে এবং সেখানে নিজেদের পতাকা উত্তোলন করে।
একজন কৃষক র্যালির সময় ট্র্যাক্টর দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান। কিন্তু প্রতিবাদী কৃষকরা দাবি করেন, পুলিশের গুলিতেই ওই কৃষকের মৃত্যু হয়েছে। এমনকি দিল্লি পুলিশের নির্ধারণ করে দেওয়া সময়ের আগেই হাজার হাজার প্রতিবাদী কৃষকের ট্র্যাক্টর র্যালি দিল্লির রাজপথে প্রবেশ করে। জানা গেছে, বহু প্রতিবাদী কৃষক পুলিশ বাধা দেওয়া সত্ত্বেও নির্ধারিত পথ পরিহার করে অন্য পথে ট্র্যাক্টর র্যালি নিয়ে যান। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশ কৃষকদের আটকাতে কাঁদানে গ্যাস ছোড়ে।