Barak UpdatesHappeningsBreaking News
জনতার জয় ! করপোরেশন গঠন পর্যন্ত সেলফ অ্যাসেসমেন্ট স্থগিত ঘোষণাProcess of Re-assessment of Property Tax in Silchar Municipal Board kept in abeyance: Assam Govt
শুরু থেকেই বারবার বলা হয়েছে, নির্বাচিত বোর্ড বা করপোরেশন ছাড়া সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া শুরু হতে পারে না। বিশেষ করে, প্রশাসন নিজেদের মর্জিমত জমির দাম স্থির করতে পারে না। কিন্তু জনতার যুক্তি মানতে চাইছিলেন না জেলাশাসক। জনগণের ভোটে নির্বাচিত বিধায়কও সরকারি সিদ্ধান্ত মানতেই হবে বলে নিদান দিয়েছিলেন। তবে সমস্ত শ্রেণির জনগণই তাদের এমন স্বৈরাচারী মনোভাবের তীব্র প্রতিবাদ জানান। কেউ সরবে, কেউ নীরবে। একটি শ্রেণি হলো, যারা সরাসরি প্রতিবাদে সামিল হলেন, সভা-সমিতি করে জানিয়ে দিলেন, ফর্ম জমা করব না। তাদের মধ্যে যেমন বিরোধী রাজনৈতিক দলগুলি ছিল, তেমনি ছিলেন বহু অরাজনৈতিক সাধারণ মানুষ। আর এক শ্রেণির মানুষ নীরবে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, ফর্ম তারা জমা করবেন না। প্রথম শ্রেণির জনতা মাঠে নামাতেই দ্বিতীয় শ্রেণির জনগণ সাহস পেয়েছেন। আবার এও সত্যি, ওই নীরব জনতা ফর্ম জমা দিয়ে দিলে আন্দোলন দাঁড় করানো মুশকিল ছিল।
সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম নিয়ে বিজেপি জেলা কমিটি মন্ত্রীর সঙ্গে সা্ক্ষাত করলেও জনতার উদ্দেশে দলীয় বিধায়কের মামলার হুমকির প্রেক্ষিতে সোমবারের ঘোষণায় শাসকশক্তিকে বড় ধাক্কা খেতে হয়েছে। অন্যদিকে, সেলাইনে চলা কংগ্রেস দল এই ইস্যুতে পরিণত রাজনৈতিক ভূমিকা গ্রহণে সক্ষম হলো। নিজেরা গণঅভিবর্তন ডেকে আন্দোলনকে জনতার হাতে তুলে দিলেন। ফলে নেতৃত্বে কে রইলেন, সেই প্রশ্ন বাদ দিয়েই তমালকান্তি বণিক-অতনু ভট্টাচার্যরা উপযুক্ত ফসল তুললেন।
Subsequent to the enactment of Assam Municipal Corporation Act 2022, the process of constitution of Silchar Municipal Corporation is under process with revision in boundaries. Hence, the process of Re-assessment of Property Tax in Silchar Municipal Board is kept in abeyance till creation of the new Municipal Corporation. An order to this effect was issued by the Commissioner and Secretary to the Govt of Assam, Department of Housing & Urban Affairs on 12 Sept, 2022. This was issued with the approval of the Minister, DoHUA.