Barak UpdatesBreaking News
Prisoner dies inside Silchar Central Jailশিলচর জেলে বন্দির মৃত্যু
৫ ডিসেম্বরঃ গুরুতর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হলেও অধিকাংশ ক্ষেত্রে দোষীকে সারা জীবন চার দেওয়ালের ভেতরে বন্দি থাকতে হয় না। ১২-১৪ বছর পেরনোর তারা মুক্তি পেয়ে যান। এখন অবশ্য একটু কড়াকড়ি। তবু ২০ বছরের বেশি সময় ধরে জেলে থাকা বন্দি নেই বললেই চলে। কিন্তু বাদ্রীবস্তির সুখলাল ভরকে আজীবনই জেলে কাটাতে হল। জেলে থেকেই অসুস্থ হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
জেল সূত্রে জানা গিয়েছে, খুনের মামলায় যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল সুখলালকে। জেলেই কিছুদিন থেকে নানা রকমের অসুস্থতা দেখা দিয়েছিল। গত ২৪ নভেম্বর শারীরিক যন্ত্রণা বেড়ে গেলে তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।