India & World UpdatesHappeningsBreaking News

টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্র
Prior appointment NOT MANDATORY to avail Covid-19 vaccine

১৫ জুন : করোনা টিকা নেওয়ার জন্য এ বার আর আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। যে কোনও টিকাকরণ কেন্দ্রে ওয়াক ইন পদ্ধতিতে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, টিকা নিতে গেলে আগে থেকে রেজিস্ট্রেশন করা আর বাধ্যমূলক নয়। গ্রামাঞ্চলে বহু মানুষ স্মার্ট ফোন না থাকায় ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারছেন না, এই অভিযোগ পেয়েই কেন্দ্রের এই সিদ্ধান্ত।

No description available.গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ রেজিস্ট্রেশন করতে না পারার জন্য টিকা পাচ্ছেন না বা টিকা পেতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে, এমন অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। বিরোধীদের দাবি ছিল স্মার্টফোন না থাকায় তাহলে কি মানুষ ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত থাকবেন। রাহুল গান্ধীও কেন্দ্রের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন। সেই পরিস্থিতির দিকে নজর রেখেই রেজিস্ট্রেশন ছাড়াই ভ্যাকসিনেশন চালু করল কেন্দ্র।

কেন্দ্র জানিয়েছে, যেখানে টিকাকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে, সেখানেই একজন কর্মী রেজিস্ট্রেশন করবেন টিকা নিতে আসা ব্যক্তিদের। ওয়াক ইন পদ্ধতির মাধ্যমে টিকা দেওয়া হবে। ১৮ বছরের ওপর বয়সিদের এ বার থেকে এই পদ্ধতিতেই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে প্রাথমিক স্তরের স্বাস্থ্যকর্মী, যেমন আশা কর্মীদের রেজিস্ট্রেশনের কাজে লাগানো যেতে পারে। গ্রামীণ অঞ্চলে টিকাকরণ কেন্দ্রের বাইরে ক্যাম্প করে রেজিস্ট্রেশন করানো হতে পারে আশা কর্মীদের দিয়ে। এজন্য ১০৭৫ নম্বরে ফোন করে বিশদে তথ্য মিলতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। এই পদক্ষেপ গ্রামীণ ভারতে টিকাকরণকে আরও দ্রুত ও কার্যকর করে তুলবে বলে মনে করছে কেন্দ্র সরকার।

June 15: The Union Health Ministry on Tuesday said that prior booking and pre-online registration were not mandatory for Covid vaccination. As per the union government, anyone aged 18 years or more can directly go to the nearest vaccination center, where vaccinator performs the on-site registration and provides vaccination in the same visit, for Covid vaccine. The facilitated registration through the Common Service Centers (CSCs) on CoWIN, is just one of the many modes of registration on Co-WIN.
No description available.
The facilitators such as health workers or ASHAs, also mobilize beneficiaries in rural areas and those residing in urban slums, for on-site registration and vaccination directly at the nearest vaccination centers. The facility for assisted registrations through the 1075 Help Line has also been operationalized. That, all the above modes, specifically operationalised for rural areas, are functional and enabling equitable access to vaccination in rural areas, is evident from the fact that, as on 13 June, out of the 28.36 crore beneficiaries registered on Co-WIN, 16.45 crore (58%) beneficiaries have been registered in the on-site mode. Also, out of the the total 24.84 crore vaccine doses recorded on Co-WIN as on 13 June 2021, 19.84 crore doses (nearly 80% of all vaccine doses) have been administered through onsite/ walk-in vaccination.
From 01.05.21 till 12.06.21, out of the total 1,03,585 COVID Vaccination Centers [CVCs] providing vaccination services, 26,114 are operated at the Sub-Health Centers, 26,287 at the Primary Health Centers and 9,441 at the Community Health Centers, amounting to 59.7% of the total vaccination centers. All of these CVCs at the Sub-Health Centers, the Primary Health Centers and the Community Health Centers are in rural areas where people can directly walk-in for on-site registration and vaccination. Out of the total 69,995 vaccination centers so far classified by states on Co-WIN as rural or urban, 49,883 vaccination centers, i.e. 71%, are located in rural areas.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker