India & World UpdatesHappeningsBreaking News
টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্রPrior appointment NOT MANDATORY to avail Covid-19 vaccine
১৫ জুন : করোনা টিকা নেওয়ার জন্য এ বার আর আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। যে কোনও টিকাকরণ কেন্দ্রে ওয়াক ইন পদ্ধতিতে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, টিকা নিতে গেলে আগে থেকে রেজিস্ট্রেশন করা আর বাধ্যমূলক নয়। গ্রামাঞ্চলে বহু মানুষ স্মার্ট ফোন না থাকায় ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারছেন না, এই অভিযোগ পেয়েই কেন্দ্রের এই সিদ্ধান্ত।
গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ রেজিস্ট্রেশন করতে না পারার জন্য টিকা পাচ্ছেন না বা টিকা পেতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে, এমন অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। বিরোধীদের দাবি ছিল স্মার্টফোন না থাকায় তাহলে কি মানুষ ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত থাকবেন। রাহুল গান্ধীও কেন্দ্রের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন। সেই পরিস্থিতির দিকে নজর রেখেই রেজিস্ট্রেশন ছাড়াই ভ্যাকসিনেশন চালু করল কেন্দ্র।
কেন্দ্র জানিয়েছে, যেখানে টিকাকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে, সেখানেই একজন কর্মী রেজিস্ট্রেশন করবেন টিকা নিতে আসা ব্যক্তিদের। ওয়াক ইন পদ্ধতির মাধ্যমে টিকা দেওয়া হবে। ১৮ বছরের ওপর বয়সিদের এ বার থেকে এই পদ্ধতিতেই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে প্রাথমিক স্তরের স্বাস্থ্যকর্মী, যেমন আশা কর্মীদের রেজিস্ট্রেশনের কাজে লাগানো যেতে পারে। গ্রামীণ অঞ্চলে টিকাকরণ কেন্দ্রের বাইরে ক্যাম্প করে রেজিস্ট্রেশন করানো হতে পারে আশা কর্মীদের দিয়ে। এজন্য ১০৭৫ নম্বরে ফোন করে বিশদে তথ্য মিলতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। এই পদক্ষেপ গ্রামীণ ভারতে টিকাকরণকে আরও দ্রুত ও কার্যকর করে তুলবে বলে মনে করছে কেন্দ্র সরকার।