Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দ কালীবাড়ি রোডের পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বর : উধারবন্দ কালীবাড়ি রোড পুজোমণ্ডপে বৃহস্পতিবার রাতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক প্রাণ হারিয়েছেন৷ তাঁর নাম সুজন দাস৷ বাড়ি কাছাড় জেলারই বৈরাগীটিলায়৷ মণ্ডপে ঠিকাকর্মী ছিলেন তিনি৷

Rananuj

বৃহস্পতিবারই এই পুজোমণ্ডপের উদ্বোধন হয়৷ সে রাতেই যে এমন শোকাতুর ঘটনা ঘটেছে, শুক্রবার এর কোনও ছাপ মেলেনি মণ্ডপ চত্বরে ৷   আয়োজকদের মধ্যেও কোনও শোক পরিলক্ষিত হয়নি৷ বরং শুক্রবার পঞ্চমীর বিকালে যথারীতি মণ্ডপে রয়েছে দর্শনার্থীদের ভিড়৷ আয়োজকরা ব্যস্ত তাঁদের সামলাতে৷

পুজো কমিটির প্রধান কর্মকর্তা শংকর রায় জানিয়েছেন, রাতে মণ্ডপ লাগানোর সময় বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন সুজন৷ তাঁর সঙ্গে পুজো কমিটির সরাসরি সম্পর্ক নেই৷ সব কাজই ঠিকা দেওয়া৷ ফলে তারা কাকে কী কাজ দেয়, কমিটির জানা সম্ভব নয়৷ তাঁর কথায়, সুজনকে প্রথমে উধারবন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ পরে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়৷ রাত আড়াইটায় সেখানেই তাঁর মৃত্যু হয়৷

শংকরবাবু জানান, পুজোর ঝামেলায় মৃতের বাড়িঘরের খবর নেওয়া হয়নি৷ তবে তাঁর মালিকের মাধ্যমে অন্ত্যেষ্টির জন্য কিছু টাকা পাঠানো হয়েছে৷ পুজোর পরে তারা পরিবারটিকে একটা আর্থিক অনুদানের কথা ভেবে রেখেছেন বলে জানিয়েছেন তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker