NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
বিজেপির সদস্যভুক্তি : রাজ্যে শীর্ষে লক্ষীপুর
ওয়ে টু বরাক, ১৭ সেপ্টেম্বর : গত কিছুদিন থেকে সারা দেশে বিজেপির সদস্যভর্তি অভিযান শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে অসমেও চলছে সদস্যভুক্তি অভিযান। এ পর্যন্ত হিসেব অনুযায়ী সদস্যভুক্তির নিরিখে সারা রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বরাকের লক্ষীপুর বিধানসভা কেন্দ্র। লক্ষীপুরে এখন পর্যন্ত ৫৫,৭৩০ জন সদস্যপদ গ্রহণ করেছেন। বিজেপি সূত্রে জানা গেছে, গোটা রাজ্যে সোমবার পর্যন্ত ২৪ লক্ষ ৮৩ হাজার ৩৪৮ জন দলের সদস্য হয়েছেন।
বরাক উপত্যকার বর্তমান ১৩টি বিধানসভা কেন্দ্রের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে পাথারকান্দি। এখানে ৪৭,৪৯০ জন সদস্যপদ গ্রহণ করেছেন। তৃতীয় স্থানে রয়েছে শিলচর, সদস্যভুক্তির সংখ্যা ৩৭,৫৬০। এর পরের দুটি বিধানসভা কেন্দ্র হচ্ছে রামকৃষ্ণনগর ও ধলাই। এই দুটি স্থানে সদস্যভুক্তির সংখ্যা যথাক্রমে ৩৫,৪৪২ ও ৩৩,১৪৭। ক্রমান্বয়ে সদস্যভুক্তির নিরিখে বরাকের বাকি বিধানসভা কেন্দ্রগুলো হচ্ছে কাটিগড়া, বড়খলা, উধারবন্দ, উত্তর করিমগঞ্জ, হাইলাকান্দি, কাটলিছড়া-আলগাপুর, সোনাই ও দক্ষিণ করিমগঞ্জ। দক্ষিণ করিমগঞ্জে উপত্যকার সবচেয়ে কম ৭৫১২ জন বিজেপির সদস্য হয়েছেন।