Barak UpdatesHappeningsBreaking News

অটোভাড়া দ্বিগুণ, নীরব সবাই, পথে নামল ছাত্ররা

১৭ নভেম্বর: লকডাউনের সময়ে ৫০ শতাংশ যাত্রীবহনের দরুন ভাড়া দ্বিগুণ করেছিলেন অটোচালকরা৷ পরবর্তী সময়ে যাত্রী সংখ্যা বাড়ানো হলেও ভাড়া কমানো হয়নি৷ এ নিয়ে কথা বলতে গিয়ে যাত্রীদের প্রতিনিয়ত হেনস্তা হতে হচ্ছে৷ মাঝপথে প্রতিবাদকারী বৃদ্ধ যাত্রীকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে৷ অতিরিক্ত ভাড়ার দরুন সবচেয়ে দুর্ভোগে দিনমজুর, দোকান কর্মচারী, পরিচারিকা এবং ছাত্রছাত্রীরা৷

এই অস্বাভাবিক অটোভাড়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কলেজ রোডে অবরোধ গড়ে তোলে শিলচর জিসি কলেজের ছাত্রছাত্রীরা৷ তাদের বক্তব্য, অটোতে উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তরা চড়েন না৷ নিম্ন ও অতি নিম্নবিত্তদেরই অটো, ই-রিকশায় চলতে হয়৷ একলাফে তাদের যাতায়াত খরচ দ্বিগুণ হওয়ায় তারা সঙ্কটে পড়েছেন৷ এ ছাড়া, এই দ্বিগুণ ভাড়ার কোনও যুক্তিও নেই৷ শেষে প্রশাসনের তরফে সাতদিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে৷ তবে সাতদিনের মধ্যে এর সুরাহা না নিলে তারা অন্যান্য স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের সংগঠিত করে শহরে যান চলাচল স্তব্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেয়৷ সংশ্লিষ্ট সরকারি দফতর সমূহ এবং বেসরকারি সংস্থাগুলির নীরবতায় তারা বিস্ময় প্রকাশ করে৷

এ দিকে কো-অর্ডিনেশন কমিটি অব অটো অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ ভট্টাচার্যকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker