India & World UpdatesHappeningsBreaking News

সোমবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির ভিডিও কনফারেন্স
PM Modi to go for video confernce with Chief Ministers once again

23 এপ্রিলঃ মুখ্যমন্ত্রীদের সঙ্গে আগামী সোমবার ফের ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২০ মার্চ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার উপায় নিয়ে আলোচনা করেছিলেন নরেন্দ্র মোদী। ১১ এপ্রিল দ্বিতীয় বৈঠকে মুখ্যমন্ত্রীদের অধিকাংশই লকডাউন বাড়ানোর পক্ষে মত দেন। তার পরে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা হয়। ৪০ দিনের লকডাউন শেষের আগেই মুখ্যমন্ত্রীদের কাছ থেকে গোটা দেশের বাস্তব পরিস্থিতির খতিয়ান নিতে চান প্রধানমন্ত্রী। সোমবার অর্থাৎ ২৭ এপ্রিলের বৈঠক সেই কারণেই ডেকেছেন তিনি। তিনি মুখ্যমন্ত্রীদের কাছ থেকে ভবিষ্যৎ পদক্ষেপের জন্য পরামর্শও নেবেন। সেই পরামর্শের ভিত্তিতেই কৌশল প্রস্তুত করতে চায় কেন্দ্র।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে, ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতের উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। ভিডিওয় পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলবেন। সেই সঙ্গে ‘গ্রাম স্বরাজ পোর্টাল’ এবং পঞ্চায়েত সংক্রান্ত বিশেষ মোবাইল অ্যাপ-এর উদ্বোধন করবেন তিনি। পঞ্চায়েত স্তর থেকে রাজ্যগুলির শীর্ষ প্রশাসনিক নেতৃত্বের সঙ্গে কথা বলে লকডাউনের প্রভাব, প্রয়োগ ও করোনা-পরীক্ষার বিষয়গুলি খতিয়ে দেখতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker