Barak UpdatesHappeningsBreaking News
নেশামুক্ত ভারত গঠনে প্রচারে নামছে করিমগঞ্জ জেলা প্রশাসন
৩ ফেব্রুয়ারি: নিষিদ্ধ ড্রাগ সামগ্রীর বেআইনি পাচার এবং ব্যবহার রোধ করতে করিমগঞ্জে প্রশাসনের উদ্যোগে সচেতনতা অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মসূচি নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে গঠন করা নেশা মুক্তি কমিটির ব্যবস্থাপনায় জেলাজুড়ে এই সচেতনতা অভিযান চালানো হবে।
করিমগঞ্জে সোমবার জেলাশাসক আনবামুথান এম পির পৌরহিত্যে অনুষ্ঠিত নেশা মুক্তি কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলার বাছাই করা কিছু স্থানে নেশা বিরোধী হোর্ডিং এবং প্রচারপত্র বিলি করা হবে। যুব সমাজকে এ ব্যাপারে আরও সচেতন করে তুলতে সামাজিক মাধ্যমগুলোর প্ল্যাটফর্মেও প্রচার চলবে। সামাজিক মাধ্যমগুলোতে যুবসমাজকে এ ব্যাপারে সচেতন করে তুলতে শহরের অগ্রণী বেসরকারি সংস্থা রবিনহুড আর্মিকে সভায় দায়িত্ব দেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে এসপি মায়াঙ্ক কুমারও অংশ নেন।
উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অধীনে নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে দেশজুড়ে ড্রাগস বিরোধী প্রচার অভিযান চালানোর অঙ্গ হিসেবে এই প্রচারাভিযান শুরু করা হচ্ছে।