Barak UpdatesHappenings

প্রধানমন্ত্রী কথা বললেন ছোট দুধপাতিলের জিপি সভাপতি রঞ্জিত সরকারের সঙ্গে
PM Modi talks with GP President Ranjit Sarkar of Chhoto Dudhpatil

২৪ এপ্রিলঃ পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দেশের পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশে বক্তৃতা করেন। কথা বলেন বিভিন্ন প্রান্তের কয়েকজন জিপি সভাপতির সঙ্গে। অসম থেকেও তিনি একজন পঞ্চায়েত সভাপতির সঙ্গে মত বিনিময় করেন। আর ওই সভাপতি হলেন কাছাড় জেলার ছোট দুধপাতিল জিপি সভাপতি রঞ্জিত সরকার। মোদি মনোযোগ সহকারে তাঁর কথা শোনেন। রঞ্জিতবাবু বলেন, ছোট দুধপাতিল সহ বড়খলা এলাকা জুড়ে করোনা ঠেকাতে কাজ চলছে। তাঁরা এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন। চালের সঙ্গে ওষুধও বিলি হচ্ছে। কার কী প্রয়োজন নিয়মিত খোঁজ নিচ্ছেন। হাত ধোয়া, সোশ্যাল ডিসটেন্সিং ইত্যাদি ব্যাপারে সচেতন করছেন। প্রবীণ মানুষের খোঁজখবর রাখছেন। রঞ্জিতবাবু মোদির সঙ্গে  কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক কিশোর নাথেরও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কথা শুনে ধন্যবাদ জানান। ভাল কাজ করছেন বলে সার্টিফিকেট দেন। রঞ্জিতবাবু তাঁর আলোচনার শুরুতেই লকডাউনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেন। মোদি মজা করে বলেন, আসামের মানুষ আমার এই সিদ্ধান্তকে ভাল মনে মেনে নিতে পারেনি।  কারণ বিহুর আনন্দ করতে পারছেন না তাঁরা।  বাঙালি পঞ্চায়েত সভাপতির কাছে অবশ্য বিহুর কোনও আকর্ষণ নেই। তবু তিনি বলেন, না এমনটা নয়৷ ভাল সিদ্ধান্ত নিয়েছেন৷

পরে জেলা পরিষদ সভাপতি অমিতাভ রাই অসমের জিপি সভাপতিদের মধ্য থেকে কাছাড়ের একজনকে বাছাই করায় মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান রাজ্য সরকার ও বিভাগীয় কর্তাদের। বলেন, আসলে কে কথা বলবেন, তা বাছাই করেছে আসামের পঞ্চায়েত ও গ্রামোন্নয় দফতর।

তিনি বলেন, ৭০ হাজার মাস্ক কাছাড়ে এসএইচজির মাধ্যমে বানানো হয়েছে। এর মধ্যে ১৬ হাজার বিনামূল্যে বিলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker