India & World UpdatesHappeningsBreaking News

গুজরাটে জল থেকে চালিত বিমানের উদ্বোধন মোদির
PM Modi launches seaplane in Gujarat

৩১ অক্টোবর : গুজরাটের নর্মদা জেলার কেভাডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি-তে এখন যাওয়া যাবে সি-প্লেন বা জল থেকে চালিত বিমানে করে। শনিবার আহমেদাবাদের সবরমতি রিভারফ্রন্ট থেকে স্ট্যাচু অফ ইউনিটি-র সংযোগকারী এই সামুদ্রিক বিমান পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নতুন পরিষেবা এই অঞ্চলের পর্যটনকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Rananuj

ভারতে প্রথম সি-প্লেন; চালু করছে ‘স্পাইস জেট’। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ও পর্যটক টানতেই; এই পরিষেবা চালু করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি। ভারতে এটি প্রথমবার চালু হচ্ছে।প্রাথমিকভাবে তা চালু করা হয়েছে অহমেদাবাদ থেকে কেভাডিয়ায় সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’ পর্যন্ত। পরবর্তী সময়ে এর সীমা বাড়ানো হবে বলে স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, খুব অল্প জলভাগ থেকেই উড়তে পারে এই প্লেন। ধীরে ধীরে ভারতের সব পর্যটন কেন্দ্রেই এটি চালু হবে।

করোনা ভাইরাস অতিমারী শুরুর পরে নিজের রাজ্য গুজরাটে এই প্রথম সফরে যাচ্ছেন মোদি। গুজরাটকে দেশের অন্যতম পর্যটনস্থল হিসাবে তুলে ধরতে এই সি-প্লেনের পরিকল্পনা। এই সি-প্লেন আহমদাবাদ থেকে স্ট্যাচু অব ইউনিটি পৌঁছবে মাত্র আধ ঘণ্টায়। শুধু সি-প্লেনই নয় স্ট্যাচু অব ইউনিটির কাছে ‘একতা মল’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই মলে দেশের নানা প্রান্তের হাতের তৈরি নানা সামগ্রী কিনতে পারবেন পর্যটকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker