India & World UpdatesHappeningsBreaking News
আমপানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শনে মোদিPM Modi conducts aerial survey of Amphan hit areas, announces Rs 1,000 crore for Bengal
২২ মে : আমপান-এ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার সকালে পশ্চিমবঙ্গে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাজ্যের বিধ্বস্ত জেলাগুলির পরিস্থিতি আকাশপথে পর্যবেক্ষণ করেন। এর পর বসিরহাটে জগদীপ এবং মমতাকে সঙ্গে নিয়ে আমপানের জেরে জেলায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেন তিনি। এ দিন সকাল পৌনে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলীয় নেতা-নেত্রীরাও৷