Barak UpdatesHappeningsBreaking News

শিলচর জেলা কর্মচারী পরিষদ পুনর্গঠিত, গুরুদায়িত্বে কৃষ্ণেন্দু-সুদীপই

ওয়েটুবরাক, ৫ ডিসেম্বর : অনুষ্ঠিত হলো শিলচর জেলা কর্মচারী পরিষদের ৩৩-তম দ্বিবার্ষিক সম্মেলন। উন্নয়ন ভবনের নিকটবর্তী ‘হিন্দি ভবন’-এ আয়োজিত এই সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে কৃষ্ণেন্দু রায় এবং সাধারণ সম্পাদক পদে সুদীপ ভট্টাচার্য পুনর্মনোনীত হয়েছেন৷ সহ-সভাপতি ৬ জন৷  প্রসেনজিৎ ভট্টাচার্য, এনামুল হক বড়লস্কর, দেবজিৎ দেবরায়, এস এম শিবলী মজুমদার,  নবেন্দু সিনহা এবং আবিদুর রহমান লস্কর। সহ-সম্পাদকও ৬ জন৷ লালন প্রসাদ গোয়ালা, কমরুল হোসেন মজুমদার, দেবাশিস রায়, মৃণাল কান্তি নাথ লস্কর, অচ্যুতানন্দ ধর এবং শিল্পী রায় চৌধুরী। কোষাধ্যক্ষ দেবযানী ভট্টাচার্য । কার্যালয় সম্পাদক পার্থ পাল৷ ঐতিহ্য বজায় রেখেই ভোটাভুটি ছাড়া সর্বসম্মতিক্রমে কমিটি পুনর্গঠন করা হয়৷

রবিবার সকাল ৯টায় সংস্থার পতাকা উত্তোলন এবং শহিদ তর্পণের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হয় । পতাকা উত্তোলন করেন শিলচর জেলা কর্মচারী পরিষদের সভাপতি  কৃষ্ণেন্দু রায় এবং শহিদ তর্পণ করেন উপদেষ্টা  প্রণব দত্ত । এরপর কার্যকরী কমিটির সভার আনুষ্ঠানিক সূচনা করেন শিলচর জেলা কর্মচারী পরিষদের মুখ্য উপদেষ্টা পান্না পাল৷

একসময় পরিষদের সঙ্গে জড়িত ছিলেন, এমন পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে এ দিনের অনুষ্ঠানে অবসরকালীন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা জানানো হয় পরিষদের সভাপতি  কৃষ্ণেন্দু রায় এবং পরিষদের যুগ্ম সম্পাদক এস এম শিবলী মজুমদারকেও৷ সম্প্রতি তারা তাদের নিজস্ব সংস্থার রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ।

প্রায় দুই শতাধিক কর্মচারী- প্রতিনিধিদের উপস্থিতিতে শিলচর জেলা কর্মচারী পরিষদের  প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় । সেই সভায় সম্পাদক সুদীপ ভট্টাচার্য সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন এবং কোষাধ্যক্ষ বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন৷ সংক্ষিপ্ত আলোচনার পর প্রতিবেদন দুটি গৃহীত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker