NE UpdatesBarak Updates

Only a few people will get citizenship under new CAA: Sarbananda Sonowal
নতুন সংশোধনীতে নগণ্য সংখ্যকই নাগরিকত্ব পাবেন, বললেন সর্বানন্দ

১৫ ডিসেম্বর: কেউ বলছে ৩০ লক্ষ, কেউ ৫০৷ অনেকে তো নাগরিকত্ব আইনে সংশোধনীর দরুন কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে অসমে ঢুকে পড়বে বলে অপপ্রচার করছে৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাদের তীব্র কটাক্ষ করে বললেন, আসলে ক্যাব আইনে পরিণত হওয়ার দরুন নগণ্য সংখ্যকই নাগরিকত্ব পাবেন৷ ভুল তথ্য দিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার করে চলেছে বলে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন৷ সর্বানন্দ বলেন, এরা ভুল ধারণা দিচ্ছে বলেই দেশের মানুষ আতঙ্কে ভুগছেন৷ কিন্তু উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে৷ এই সময়ে অতিরিক্ত কয়জন নাগরিকত্ব পাবে, সে তথ্য সরকারের হাতে রয়েছে| তা অতি নগণ্য৷

আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী অশান্তির সৃষ্টি না করে জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানান৷ অশান্তি সৃষ্টিকারীদের কঠোর হাতে মোকাবিলা করা হবে, এ কথাও শুনিয়ে দেন সর্বানন্দ৷ বলেন, যারাই ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, তাদের পুলিশ গ্রেফতার করবে৷ এদের সমাজের অপশক্তি বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ স্মরণ করিয়ে দেন, খিলঞ্জিয়াদের ভাষা, সংস্কৃতি, রীতিনীতি অক্ষুন্ন রাখতে তিনি অঙ্গীকারবদ্ধ৷ পাশাপাশি সরকার চালাতে সকল ভাষাগোষ্ঠীর মানুষের আস্থা অর্জন করতে হয়৷

ছাত্রছাত্রীদেরই যে হিংসায় প্ররোচিত করা হচ্ছে, সে কথা খোলামেলা উল্লেখ করে এককালের ছাত্রনেতা সর্বানন্দ সোনোয়াল এ ব্যাপারে অভিভাবক, শিক্ষকদের সতর্ক করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker