Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

এনআরসিঃ বাদ পড়াদের তালিকা ২৬ জুন
NRC: List of those excluded to be published on 26 June

২০ জুন:  সুপ্রিম কোর্ট বারবার স্মরণ করিয়ে দিলেও ৩০ জুলাইর মধ্যে চূড়ান্ত এনআরসি প্রকাশ হবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। দ্বিতীয়বার পিছল বাদ পড়াদের তালিকা প্রকাশের তারিখ। আগে ১৫ জুন এই তালিকা  প্রকাশের কথা ছিল। পরে ৭দিন সময় বাড়ানো হয়। সে হিসেবে আগামী ২২ জুন তা বেরনোর কথা। কিন্তু বৃহস্পতিবার এনআরসি অফিস সূত্রে জানা গিয়েছে, ২২ নয়, ২৬জুন ওই তালিকা প্রকাশিত হবে।

গত বছর অগস্টে রাজ্যে এনআরসির খসড়ার ১০ শতাংশের পুনর্মূল্যায়ণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সে কাজ কতদূর এগিয়েছে, তা জানায়নি এনআরসি দফতর। এর ওপর ঘুষ নিয়ে তালিকায় নাম ওঠানোর অভিযোগ উঠেছে। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন দুই এনআরসি কর্মী। তা ছাড়া, এনআরসির দাবি-আপত্তির শুনানি ও যাচাইয়ের কাজও এখনও শেষ হয়নি। তাই অতিরিক্ত খসড়া প্রকাশের দিন আবারও পিছনো হল।

এটি প্রকাশিত হলে আরেক প্রস্ত নথিপরীক্ষা শুরু হবে। প্রাথমিকভাবে তাদের নাম এনআরসি-তে উঠতে পারে না বলেই মনে করছেন এনআরসি কর্তৃপক্ষ। তবু কারও যদি উপযুক্ত নথি থাকে, তা প্রদর্শনের আরেকবার সুযোগ দেওয়া হবে।

এ দিকে আসাম পাবলিক ওয়ার্কস আজ সুপ্রিম কোর্টে নতুন হলফনামা দিয়ে দাবি করেছে, পুরো প্রক্রিয়ায় অনেক ফাঁক রয়েছে। ঘুষ নিয়ে নাম ঢোকানো প্রমাণিত হয়েছে। ১০ শতাংশ রি-ভেরিফিকেশনের কাজের রিপোর্টও আসেনি। এই অবস্থায় এনআরসি প্রকাশিত হলে তা শুদ্ধ হবে না। তাই তারা ধুবুড়ি, কোকরাঝাড়, চিরাং, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, বঙাইগাঁও, বরপেটা, নলবাড়ি, কামরূপ মহানগর, কামরূপ, দরং, ওদালগুড়ি, শোণিতপুর, লখিমপুর, ধেমাজি, নগাঁও, হোজাই, গোলাঘাট, কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় ১০০ শতাংশ রি-ভেরিফিকেশনের আর্জি জানিয়েছে।

আবেদনকারী সংগঠনের দাবি, এনআরসি প্রকাশের সময় কিছুটা পিছিয়ে গেলেও শুদ্ধ এনআরসি প্রকাশ করতে হবে। তড়িঘড়ি করে অশুদ্ধ এনআরসি প্রকাশ করে লাভ নেই। তাদের আরও দাবি,সন্দেহজনক নাগরিক চিহ্নিত করতে জেলাগুলিতে সীমান্ত শাখার জন্য স্বতন্ত্র এসপি নিয়োগ করা হোক। এ সব নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ১০ জুলাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker