India & World UpdatesBusinessBreaking News

ট্রাইব্যুনাল নয়, আদালতে পাঠানো হোক এনআরসি-ছুটদের,স্মারকপত্র সিআরপিসিসির
NRC excluded persons should be sent to court & not in FT: CRPCC

১৩ মার্চ: এনআরসি-ছুটদের নাগরিকত্ব প্রমাণ ফরেনার্স ট্রাইবুনালের বদলে পূর্ণাঙ্গ ন্যায়িক আদালতে সম্পন্ন করতে হবে। এই দাবিতে আজ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠায় সিআরপিসিসি৷

এনআরসি-ছুটদের রিজেকশন সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে যাচ্ছে । এই প্রক্রিয়া শুরু হওয়ার ১২০ দিনের মধ্যে তাদের ফরেনার্স ট্রাইবুনালে গিয়ে আবেদন করতে হবে । কিন্তু ফরেনার্স ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া নিয়ে গুয়াহাটি উচ্চ আদালতও সন্দেহ প্রকাশ করেছে। এই পরিস্হিতিতে পুনরায় মানুষকে হয়রানির শিকার হতে দেওয়া উচিত হবে না।

তাই সিআরপিসিসি, আসাম এর পক্ষ থেকে এনআর সি ছুটদের নাগরিকত্ব প্রমাণ প্রক্রিয়া পূর্ণাঙ্গ ন্যায়িক আদালতে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে । এছাড়া সিআরপি সিসি’র পক্ষ থেকে এন আর সি’র চূড়ান্ত তালিকায় নাম সন্নিবিষ্ট হওয়া নাগরিকদের এফ টি কোর্ট থেকে নোটিশ পাঠানোর ব্যাপারে স্পষ্টিকরণ চাওয়া হয় । এন আর সি’র দীর্ঘ প্রক্রিয়ায় নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত তালিকা প্রকাশের পর কেন এধরনের হয়রানি করা হচ্ছে বলে সি আর পি সি সি’র পক্ষ প্রশ্ন তোলেন প্রতিনিধিরা এবং তা বন্ধ করার জন্য দাবি উত্থাপন করেন।

প্রতিনিধি দলে ছিলেন সি আর পি সি সি’র পক্ষ থেকে সাধন পুরকায়স্ত, দিলীপ কুমার দে, নীহারেন্দু পুরকায়স্ত, সিয়াব উদ্দিন আহমেদ, ভবতোষ চক্রবর্তী, আব্দুল হাই লস্কর, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ । স্মারকপত্রে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি তপোধীর ভট্টাচার্য সহ অন্যান্যরা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker