India & World UpdatesBreaking News
একবারে নয়, ধাপে ধাপে উঠবে লকডাউন, মোদির ইঙ্গিতNot at one stroke, but lockdown will be withdrawn in steps, hints PM Modi
শিলচর, ৬ এপ্রিল: পরিস্থিতি বিবেচনা করেই উঠবে লকডাউন। এক্ষেত্রে জেলাস্তরের করোনা সংক্রান্ত তথ্যের ওপর দেওয়া হবে বেশি গুরুত্ব। তারপরই পরিসংখ্যান ও পরিস্থিতি খতিয়ে দেখে পর্যায়ক্রমে প্রত্যাহার হবে লকডাউন। সোমবার মন্ত্রী পরিষদের এক বৈঠকের পর এরকমই ইঙ্গিত পাওয়া গেছে। বস্তুত করোনা সংক্রমণ, দেশজুড়ে চলা লকডাউন, লকডাউন পরবর্তী অবস্থা এসব বিষয়ে মতামত নিতে এ দিন ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী মোদি। তবে কীভাবে ধাপে ধাপে লকডাউন তোলা যায়, আলোচনায় মূলত জোর ছিল এই বিষয়ে।
সূত্রটি আরও জানিয়েছেন, আগের ঘোষণা অনুযায়ী লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে ১৪ এপ্রিল। কিন্তু নিজামুদ্দিনের তবলিগ-ই-জামাত এর ফলে দেশজুড়ে বাড়তি করোনা সংক্রমণ চিন্তায় ফেলে দিয়েছে কেন্দ্রকে। দেশের নাগরিকদের কীভাবে সংক্রমণ থেকে রক্ষা করা যায় এনিয়ে নিয়ত ভাবছে কেন্দ্র। কোন জায়গার কী পরিস্থিতি, লকডাউন তোলার পর অবস্থার অবনতি হবে কি না এসব বিষয়ে জেলা পর্যায়ের রিপোর্ট পাওয়ার পরই লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পাকাপাকি কথা হয়েছে বৈঠকে। এর থেকে একটি কথা সাফ যে আগের ঘোষণা মতে নির্দিষ্ট তারিখে একসঙ্গে পুরো দেশের লকডাউন উঠছে না। লকডাউন উঠবে ধাপে ধাপে। অন্যদিকে লকডাউন উঠে গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ কিছু বিধি-নিষেধ যে আগের মতোই বহাল থাকবে তাও স্পষ্ট হয়েছে বৈঠকে।
এমনকী খুব তাড়াতাড়ি সব স্কুল, কলেজ চালু হয়ে যাবে এমনটাও নয়। কারণ, বহু স্কুলে মানুষ আশ্রয় নিয়েছেন। কিছু শিক্ষা-প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন সেন্টারও করা হয়েছে। তাছাড়া, রেল, বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতেও অনেকটা সময় লাগবে। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মিলেছে এমন ইঙ্গিতও। তবে, বৈঠকের পুরো নির্যাস দেখলে বোঝা যায় এখনও লকডাউন পরবর্তী সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে পাকাপোক্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কেন্দ্র সরকার।
এদিকে, কিন্তু এরই মধ্যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও লকডাউনের মেয়াদ কমেও দু’সপ্তাহ বাড়ানোর প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রীর কাছে। এর কারণ হল তেলেঙ্গানায় বাড়তি করোনা সংক্রমণ নিজামুদ্দিন তবলিগ-ই-জামাতে অংশগ্রহণকারীদের জন্য তেলেঙ্গানায় সংক্রমণ হার হার বেড়েছে। এপর্যন্ত তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা ৩৩০ ছুঁইছুঁই।