Barak UpdatesHappeningsBreaking News

সিইও-র ট্যুইট, এমন নির্দেশই দেওয়া হয়নি শিলচর দূরদর্শনকে
No such instruction to stop or downgrade local programme of DDK Silchar, tweets CEO

২৪ জুলাই: শিলচর দূরদর্শন কেন্দ্র বন্ধই করে দেওয়া হয়েছিল৷ বৃহস্পতিবার স্থানীয় কোনও অনুষ্ঠান সম্প্রচার হয়নি৷ এর বদলে সারাক্ষণ চলেছে ডিডি আসামের অনুষ্ঠান৷ প্রতিবাদে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সরব হয়৷ শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখেন৷ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ট্যুইট করেন প্রসার ভারতীর সিইও শশী এস ভেম্পতিকে৷

অন্যদিকে, শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর দূরদর্শন কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায়৷ শহরের প্রায় সব বরিষ্ঠ সাংস্কৃতিক কর্মীই তাতে অংশ নেন৷ এর কিছুক্ষণ পরই সাংসদ ডা. রায়কে মন্ত্রীর ওএসডি জানিয়ে দেন, শিলচর থেকে স্থানীয় অনুষ্ঠান যথারীতি চলবে৷ সিইও শশীবাবুও সুস্মিতা দেবের ট্যুইটের জবাবে লিখেন, এমন কোনও নির্দেশই দেওয়া হয়নি শিলচর দূরদর্শন কেন্দ্রকে৷

কেন, কীভাবে ঘটে গেল ব্যাপারটা? শিলচর দূরদর্শন কেন্দ্রের স্টেশন হেড আরকে আদিত্য জানান, শুক্রবারই স্থানীয় অনুষ্ঠান ফের শুরু হয়েছে৷ আর কিছু বলতেই চাইলেন না আদিত্যবাবু৷ আর প্রোগ্রাম হেড চন্দ্রিমা দে ফোনই ধরেননি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker