Barak UpdatesHappeningsBreaking News
সিইও-র ট্যুইট, এমন নির্দেশই দেওয়া হয়নি শিলচর দূরদর্শনকেNo such instruction to stop or downgrade local programme of DDK Silchar, tweets CEO
২৪ জুলাই: শিলচর দূরদর্শন কেন্দ্র বন্ধই করে দেওয়া হয়েছিল৷ বৃহস্পতিবার স্থানীয় কোনও অনুষ্ঠান সম্প্রচার হয়নি৷ এর বদলে সারাক্ষণ চলেছে ডিডি আসামের অনুষ্ঠান৷ প্রতিবাদে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সরব হয়৷ শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখেন৷ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ট্যুইট করেন প্রসার ভারতীর সিইও শশী এস ভেম্পতিকে৷
Madam there is no such instruction to downgrade or stop local programming. You have been wrongly informed. Action has been initiated to ensure such wrongful information is not spread and instructions are rightly implemented in both spirit and word.
— Shashi S Vempati (@shashidigital) July 24, 2020
অন্যদিকে, শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর দূরদর্শন কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায়৷ শহরের প্রায় সব বরিষ্ঠ সাংস্কৃতিক কর্মীই তাতে অংশ নেন৷ এর কিছুক্ষণ পরই সাংসদ ডা. রায়কে মন্ত্রীর ওএসডি জানিয়ে দেন, শিলচর থেকে স্থানীয় অনুষ্ঠান যথারীতি চলবে৷ সিইও শশীবাবুও সুস্মিতা দেবের ট্যুইটের জবাবে লিখেন, এমন কোনও নির্দেশই দেওয়া হয়নি শিলচর দূরদর্শন কেন্দ্রকে৷
কেন, কীভাবে ঘটে গেল ব্যাপারটা? শিলচর দূরদর্শন কেন্দ্রের স্টেশন হেড আরকে আদিত্য জানান, শুক্রবারই স্থানীয় অনুষ্ঠান ফের শুরু হয়েছে৷ আর কিছু বলতেই চাইলেন না আদিত্যবাবু৷ আর প্রোগ্রাম হেড চন্দ্রিমা দে ফোনই ধরেননি৷