India & World UpdatesBreaking News
পুনরুজ্জীবিত হবে নামরুপ সার কারখানা ও দুটি কাগজ কল : রামেশ্বর
৩১ মে : খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরই রামেশ্বর তেলি শুক্রবার দিল্লিতে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। তাঁর দফতরে অনেক সম্ভাবনার পাশাপাশি কাজ করার মতো অনেক কিছু রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে উত্তর-পূর্বের দিকে বিশেষ নজর দিয়েছেন।
অন্যদিকে গত পাঁচ বছরে নামরূপ সার কারখানাটিকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করা হয়েছিল। প্রথম মোদি সরকারের ১০০ দিনের কার্যসূচিতেও সার কারখানার উল্লেখ ছিল। মন্ত্রী বলেন, ‘যেহেতু এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে আমি দায়িত্ব পেয়েছি, তাই সার কারখানার উপর বিশেষ গুরুত্ব দেব।’ এর পাশাপাশি মন্ত্রী নগাঁও ও কাছাড় কাগজ কল দুটি কেন্দ্র ও রাজ্য সরকারের সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।
চা বাগানের বিভিন্ন কারখানা, নামরুপ সার কারখানা, নামরুপ পেট্রো কেমিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস ক্রেকারের মতো উজান আসামের বেশ কয়েকটি শিল্পোদ্যোগ গ্যাসের মাধ্যমে চলছে বলে মন্ত্রী জানান। তাঁর কথায়, এগুলো চলার জন্য বাইরে থেকে গ্যাস নিয়ে আসার প্রয়োজন হবে। বাইরে থেকে গ্যাস নিয়ে আসার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। গেইল, ওএনজিসি ও ওয়েল ইন্ডিয়ার সহায়তায় হলদিয়া থেকে গুয়াহাটি পর্যন্ত গ্যাস গ্রিডের প্রকল্পের কাজও বর্তমানে চলছে।