Barak UpdatesHappeningsBreaking News

চার লক্ষ টাকা বেতনে পার্ট টাইম নিউরো-সার্জন শিলচর মেডিক্যালে
Neurosurgeon to join SMCH on part-time basis at a salary of ₹4 lakh

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর: অবশেষে একজন নিউরো-সার্জনকে আনতে সক্ষম হল শিলচর মেডিক্যাল কলেজ। অনেক অনুনয়-বিনয় করেই তাঁর প্রায় সব শর্ত মেনে রাজি করানো হয়েছে। বেতন মাসে চার লক্ষ টাকা। সঙ্গে কোয়ার্টার। মেডিক্যালের বাইরে রোগী দেখার সুযোগও দেওয়া হবে তাঁকে।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কলেজের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া জানিয়েছেন, প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপস্বপন ধরের সূত্রে তিনি ডা. সম্বুদ্ধ ধরের সন্ধান পান। তাঁর সঙ্গে কথাবার্তা বলেন। তাঁকে নিয়ে আসার ব্যাপারে আগ্রহ দেখান জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল এবং জেলাশাসক কীর্তি জল্লিও। সকলের প্রয়াসে রাজ্য মন্ত্রিসভাও অতিরিক্ত বেতনের ব্যাপারে সায় জানায়। একে অবশ্য অতিরিক্ত বেতন বলতে নারাজ ডা. বেজবরুয়া। জানান, অনেকের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন, তাঁরা আরও বেশি বেতন চাইছিলেন।

অধ্যক্ষ এ দিন সার্জারি বিভাগের অধ্যাপকদের সঙ্গে এ ব্যাপারে বৈঠকে বসেন। স্থির হয়, ডা. সম্বুদ্ধ ধর সপ্তাহে দুইদিন অপিডি-তে বসবেন। তাঁর জন্য ২০ শয্যার একটি নিউরোসার্জারি ইনডোর তৈরি করা হবে। থাকবে স্পেশাল অপারেশন থিয়েটার। দুইজন সার্জারি ফ্যাকান্টি এবং দুইজন রেজিস্ট্রারকে নিয়ে টিম সম্বুদ্ধ তৈরি করা হয়েছে। এ ছাড়া পিজি ছাত্ররা রোটেশনে তাঁর সঙ্গে কাজ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker