Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালে ছাত্র নিগ্রহ : পুলিশ সুপারের হস্তক্ষেপে জট কাটল
৩০ জুন : পুলিশ সুপারের হস্তক্ষেপে অবশেষে সিআইএসএফ জওয়ানদের হাতে শিলচর মেডিক্যালের দুই ছাত্র নিগ্রহের ঘটনার মিটমাট হল। শিলচর মেডিক্যাল কলেজ ছাত্র ইউনিয়নের পক্ষে মঙ্গলবার বলা হয়েছে, দুই ছাত্রের ওপর শারীরিক নিগ্রহের ঘটনার ন্যায় তারা পেয়েছেন। এবং মেডিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ কর্তাদের সঙ্গে তাদের বৈঠক ইতিবাচক হয়েছে।
সোমবার শিলচর মেডিক্যাল কলেজের চূড়ান্ত বর্ষের দুই ছাত্রকে বিকল্প রাস্তা দিয়ে তাদের হোস্টেলে যাবার পথে মারধর করে সিআইএসএফ জওয়ানরা। ঘটনার পর এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও নিগ্রহের শিকার ছাত্ররা কলেজ অধ্যক্ষের চেম্বারে আলোচনায় বসলেও জট কাটেনি। ছাত্ররা অভিযোগ করে, পুলিশ আধিকারিক ওই ঘটনায় নিরাপত্তা রক্ষীদের দোষ না দেখে ছাত্রদেরই অভিযুক্ত করেছেন। এরপরই মঙ্গলবার ঘটনা নিয়ে কাছাড়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ছাত্রদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ছাত্র ইউনিয়নের পক্ষে বলা হয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সি আইএসএফ জওয়ান ও ঘুঙুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া মেডিক্যাল ক্যাম্পাস ও উত্তর কৃষ্ণপুরের মধ্যে সংযোগকারী রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। পুলিশ সুপারের সঙ্গে হওয়া বৈঠকের উল্লেখ করে ছাত্র ইউনিয়ন আরও জানায়, মেডিক্যাল ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ চৌকি বসানো হবে। আর এটি চালু হওয়ার আগে পর্যন্ত পৃথক একটি পুলিশ দল মেডিক্যাল সংক্রান্ত বিষয় দেখভাল করবে। সর্বাবস্থায় ক্যাম্পাসে থাকা চিকিতসক ও ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। ইউনিয়ন জানায়, ভবিষ্যতে শিলচর মেডিক্যালে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও পুলিশ সুপার ছাত্রদের আশ্বাস দিয়েছেন।