Barak UpdatesHappeningsBreaking News

নারায়ণ মিত্রকে করোনায় মৃত বলে মানল না ডেথ অডিট বোর্ড
Narayan Mitra to be cremated along Cachar- Dima Hasao border

Narayan Mirtra's death not due to COVID: Death Audit Board

16 জুলাইঃ শিলচর জানিগঞ্জের ব্যবসায়ী নারায়ণ মিত্র করোনা ভাইরাসে সংক্রমিত হয়েই মারা গিয়েছেন, তা মানতে চাইল না স্টেট ডেথ অডিট বোর্ড। তাঁর শরীরে করোনার উপস্থিতির কথা মেনে নিলেও সে জন্যই তাঁর মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ। মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরের নেতৃত্বাধীন বোর্ডের যুক্তি, তাঁর অন্যান্য শারীরিক সমস্যা ছিল। সে সবেরই চিকিতসা চলছিল। তাই করোনা হয়েছে বলেই তিনি মারা গিয়েছেন, তা বলা যায় না।

Rananuj

জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, যেহেতু নারায়ণবাবুর শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত হয়েছে, তাই এখন কোভিড রুল মেনেই তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। এরই মধ্যে জেলা প্রশাসন মৃতদেহ নিজেদের দায়িত্বে বুঝে নিয়েছে। ডিমা হাসাও সীমা ঘেষা কাছাড়ের জনমানবহীন প্রত্যন্ত এলাকায় তাঁর শেষকৃত্য হবে।

সুমনবাবুর কথায়, নারায়ণবাবুর পরিবারের সবাই কোয়রান্টিনে রয়েছেন। তাঁদের কেউ শেষকৃত্যে অংশ নিতে পারবেন না। তবে কোয়রান্টিনের বাইরে থাকা কোনও আত্মীয় ইচ্ছে করলে তাতে অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রে তাঁকে কোভিড বিধি চলতে হবে। পরতে হবে পিপিই কিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker