Barak UpdatesBreaking News

জাঠা কর্মসূচিতে বিজেপির সমালোচনায় মুখর এসএফআই
SFI Jatha programme at Silchar criticised BJP

৬ সেপ্টেম্বর : বৈষম্যহীনভাবে গুণগত ও বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবিতে সর্বভারতীয় জাঠা কর্মসূচির অধীনে ছাত্র সমাবেশের আয়োজন করেছে ছাত্র সংগঠন এসএফআই-এর কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার শিলচর নরসিংটিলা মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে ত্রিপুরা থেকে বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসএফআই-এর ছাত্র সমাবেশ। ছবি ঈগল।

এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল দুপুর ১ টায়। কিন্তু ত্রিপুরা থেকে আমন্ত্রিত অতিথিরা আসতে দেরি হওয়ায় সমাবেশ ১ ঘণ্টা দেরিতে শুরু হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ময়ুর বিশ্বাস, ত্রিপুরা ট্রাইবাল ইউনিয়নের রাজ্য সম্পাদক নেতাজি দেববর্মণ, এসএফআই আসাম রাজ্য কমিটির সভাপতি কাশ্যপ চৌধুরী, সম্পাদক নিরঙ্কুশ নাথ, যুগ্ম সম্পাদক ঋতুরাজ গোস্বামী, ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য জয়দীপ রায়, ডিওয়াইএফআই কাছাড় জেলা সম্পাদক দেবজিত গুপ্ত প্রমুখ।

এই প্রতিবাদ কর্মসূচিতে মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে নেতারা আওয়াজ তোলেন। তারা বলেন, নির্বাচনের আগে বর্তমান বিজেপি সরকার যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তার ন্যূনতম কিছুও পূরণ করতে পারেনি। যার ফলে কৃষকরা উৎপাদনের অনুপাতে মূল্য পাচ্ছেন না। কৃষকদের আত্মহত্যার ঘটনা দিনের পর দিন বাড়ছে।

তারা আরও বলেছেন, বর্তমান বিজেপি সরকার আগের কংগ্রেস সরকারের মতোই আচরণ করে চলেছে। এমনকি বেকারদের চাকরি দেওয়া তো দূর, স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প ঠিকভাবে চালু করতে পারেনি সরকার। এর বিরুদ্ধে জনগণকে সংঘবদ্ধ হওয়ার আহবান জানান নেতারা।

English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker