Barak UpdatesHappeningsBreaking News
সাংসদের সোয়াব টেস্টের রিপোর্ট নিগেটিভMP Silchar Dr. Rajdeep Roy tests negative
৬ জুলাই : সোমবার দুপুরে নিজে মেডিক্যাল কলেজে গিয়ে সোয়াব দিয়ে এসেছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। এ দিন রাতেই তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট নিগেটিভ এসেছে। রাত ১১টার পর শিলচর মেডিক্যাল কলেজ সূত্রে এ খবর জানা গেছে।
এ দিন দুপুরে সাংসদ ছাড়াও তাঁর বাড়ির সকলের লালারস সংগ্রহ করা হয়েছিল। তিনি নিজে মেডিক্যাল কলেজে গিয়ে লালারস দেন। রাজদীপ জানান, তাঁর পরিবারের সদস্য ছাড়াও চেম্বারের কর্মী, ব্যক্তিগত সচিব, দেহরক্ষী, গাড়িচালক সবারই সোয়াব সংগ্রহ করা হয়। সংক্রমণের আশঙ্কার ব্যাপারে রাজদীপ বলেন, জীবনজ্যোতি হাসপাতালেও বসতেন ডাঃ মণিকা দেব। তিনি এ দিন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাই সবার করোনা টেস্টের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ৷
তিনি জানান, তাঁর বাড়িতে গিয়েই দুপুরে স্বাস্থ্যকর্মীরা সকলের লালারস নেন৷ এর মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, দুই কন্যা, ৬ জন বাড়ির চেম্বারের কর্মী, ৪ জন হাউসগার্ড, ৬ জন এসকর্ট এবং ২ জন পিএসও। এ দিকে, সাংসদের নিগেটিভ রিপোর্ট আসায় স্বভাবতই স্বস্তি ফিরে এসেছে।