Barak UpdatesHappenings
কাবুগঞ্জে দুর্ঘটনায় হত মা-মেয়ে, জ্বলল ট্রাক, পথ অবরোধMother-daughter died in an accident at Kabuganj, truck burnt, road blocked
১৬ অক্টোবর: কাবুগঞ্জে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে প্রাণ হারিয়েছেন৷ শিশুকন্যা পিংকি পালকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন তানিয়া পাল৷ আচমকা মিজোরামগামী ট্রাকের চাপায় পিষে যান মা-মেয়ে৷ উত্তেজিত জনতা অন্য একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ দীর্ঘ সময় শিলচর-আইজল সড়ক অবরোধ করে রাখা হয়৷ পরে স্থানীয় বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর, অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় ও অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন৷
এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার বসাতে হবে, চালককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে৷ কাবুগঞ্জে যানজট নিয়ন্ত্রণ ও গাড়ির পার্কিং বন্ধ করারও দাবি জানান তারা৷ তাদের কথায়, লক্ষ্মীচরণ হাই স্কুলের সামনে অধিকাংশ সময় গাড়ি দাঁড়িয়ে থাকে। তাতেই বিপত্তি বাঁধে। পিংকি-তানিয়াকেও ট্রাকটি দাঁড়িয়ে থাকার দরুণই এর সামনে দিয়ে যেতে হয়। চালক জলের বোতল কিনতে নেমেছিল। পরে জল খেতে খেতেই গাড়ি স্টার্ট দেয়। এর দরুনই প্রণবানন্দ বিদ্যামন্দিরের নার্সারি ছাত্রী তানিয়া ও তার মা পিংকিকে প্রাণ দিতে হল।
আরও একটি বিষয়ে এলাকাবাসী উপাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দুর্ঘটনাস্থল ও তার পাশের অনেকটা জায়গায় রাস্তার দুইধারে দুই থানা। কোনও ঘটনার পরে এক থানায় ফোন করে জানালে আরেক থানার এলাকা বলে এড়িয়ে যায়। এই কারণে এ দিনও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দেড়ঘণ্টা পরে। তাই স্পষ্ট করে দুই থানার সীমা বিভাজন হোক। উপাধ্যক্ষ মনোযোগ সহ সকলের বক্তব্য শুনে প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সিআরপিএফ লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলেও এলাকাবাসী ডেপুটি স্পিকারের কাছে অভিযোগ করেন।
আমিনুল হক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মা-মেয়ের অন্ত্যেষ্টির জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন। জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে কতটা আর্থিক সাহায্য পাইয়ে দেওয়া যায়, সে চেষ্টা তিনি করবেন বলে কথা দেন।
প্রসঙ্গত, পিংকির স্বামী তাপস পাল রাস্তায় ঘুরে ঘুরে চুরি-মালা বিক্রি করেন। সাতসকালে একসঙ্গে স্ত্রী-কন্যাকে হারিয়ে তিনি নিথর হয়ে পড়েন। দেড় বছরের একটি ছেলেও রয়েছে তার। তার লালন-পালন নিয়েই এখন চিন্তা তাপসবাবুর।