Barak UpdatesHappeningsBreaking News

বিজেন্দ্রপ্রসাদ বিজেপির নয়া মিডিয়া কনভেনার

ওয়েটুবরাক, ১০ ডিসেম্বর : অবশেষে বিশ্বস্ততার পরীক্ষার উত্তীর্ণ হলেন বিজেন্দ্রপ্রসাদ সিংহ৷ দলের অনুগত হিসেবে স্বীকৃতিই শুধু নয়, তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে জেলা পর্যায়ে দলের সঙ্গে সংবাদ মাধ্যমের সমন্বয়ের দায়িত্ব৷ ইদানীং নানা ঘটনায় উভয় পক্ষে দূরত্ব বাড়ছে, তা আঁচ করেই বিজেপি বিজেন্দ্রপ্রসাদ সিংহকে মিডিয়া কনভেনার পদে নিযুক্ত করেছে৷

Rananuj

এতদিন ‘দিলীপকুমার পালের মানুষ’ হিসাবেই পরিচিত ছিলেন বিজেন্দ্র৷ তবে দিলীপবাবুর নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা বা সাসপেনশন পর্বে নিজেকে জড়াননি তিনি৷ দলের হয়েই কাজ করেছেন৷ সময় দিয়েছেন ডিএসএতে৷ এই জায়গায় তাঁর  মিডিয়া সমন্বয় ঈর্ষার বিষয়৷ একে কাজে লাগাতেই বিজেন্দ্রকে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে৷

তাঁর হাতে মিডিয়া কনভেনার হিসেবে নিযুক্তিপত্রটি তুলে দেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়৷ সঙ্গে ছিলেন দুই বিধায়ক কৌশিক রাই ও মিহিরকান্তি সোম, অভ্রজিৎ চক্রবর্তী ও দীপন দেওয়ানজি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker