Barak UpdatesHappeningsBreaking News
বিধায়ক নিজামুদ্দিন করোনামুক্ত, মেডিক্যালের প্রশংসায় পঞ্চমুখMLA Nizamuddin discharged, praises service of SMCH
১৯ আগস্টঃ আলগাপুরের এআইইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সুস্থ হয়ে উঠেছেন। একইসঙ্গে করোনামুক্ত হয়েছেন তাঁর স্ত্রী-পুত্রও। ১০দিন পর মঙ্গলবার তাঁরা বাড়ি ফেরার ছাড়পত্র পান। গত ৮ আগস্ট রেপিড অ্যান্টিজেন টেস্টে তাঁদের পজিটিভ ধরা পড়েছিল। মঙ্গলবার দুপুরে ডিসচার্জ সার্টিফিকেট তুলে দেন শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত। বিধায়ক নিজামুদ্দিন সে সময় মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স সহ সকলের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
তিনি বলেন, ”শুধু বিধায়ক বলে নয়, আমি অন্যদের কাছ থেকেও খবর নিয়ে দেখেছি, মানুষ চিকিৎসায় খুশি। খাওয়াদাওয়া ঠিক আছে বলেই জানিয়েছেন সবাই।” তাঁর কথায়, “ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট পরে থাকতে দেখে আমার দুঃখই হয়েছে।”
ডা. গুপ্ত বিধায়ককে পরামর্শ দেন, তিনি যেন সাতদিন ঘর থেকে না বের হন। খাওয়ার ক্ষেত্রে কোনও বাছবিচারের প্রয়োজন নেই। প্রোটিনটা একটু বেশি খেলেই ভাল। সঙ্গে অনুরোধ করেন, তিনি যেন তাঁর বিধানসভা এলাকায় সবাইকে বলেন, শেষমুহূর্তে মেডিক্যাল কলেজে নিয়ে লাভ নেই। চিকিতসার সুযোগ মেলে না। তাঁরা যেন সামান্য সমস্যা বোধ করলেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন, করোনা টেস্টটা করিয়ে নেন।