Barak UpdatesBreaking News
মুখ্যমন্ত্রীকে করিমগঞ্জে পেয়ে বিদ্যুত সমস্যার কথা বললেন কৃষ্ণেন্দুMLA Krishnendu Paul takes up issue of power crisis with CM Sonowal
১৭ জুলাইঃ করিমগঞ্জ জেলার তীব্র বিদ্যুত সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরলেন পাথারকান্দির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্মারকপত্র দিয়ে তিনি জানান, এই সময়ে দুল্লভছড়া ও রামকৃষ্ণনগরকে বাদ দিয়েই দৈনিক ৫৮ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু মেলে মাত্র ১৬-১৭মেগাওয়াট। এর মধ্যে সৌভাগ্য প্রকল্পে এখন অতিরিক্ত বিদ্যুতের দরকার।
সাধারণ চাহিদাও স্বাভাবিক কারণে দিনদিন বাড়ছে। কিন্তু বিদ্যুত কোথায়! কৃষ্ণেন্দুবাবু একটি উপায় বাতলে দেন ওই স্মারকপত্রে। তিনি বলেন, প্যাটেলনগর ১৩৩ কেভি সাব-স্টেশনকে চালু করা গেলে এই সব সমস্যা মিটে যায়! কারণ প্যাটেলনগর থেকে করিমগঞ্জ শহর, পাথারকান্দি, করিমগঞ্জ কোনওটাই খুব দূরে নয়। ফলে লাইনে কোনও সমস্যা দেখা দিলে ধরতেও সমস্যা হবে না।
আরও একটি লাভের কথা, পাথারকান্দি তখন দুল্লভছড়া বা প্যাটেলনগর যে কোনও সাব-স্টেশন থেকে বিদ্যুত নিতে পারবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আর্জি, আসাম গ্রিড করপোরেশন লিমিটেডকে যেন প্যাটেলনগর সাব-স্টেশন চালুর ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন।