Barak UpdatesBreaking News
পোশাক বিতরণে পাবলিক স্কুলে গিয়ে সমস্যার কথাই শুনলেন দিলীপMLA Dilip Paul hands over Free Uniform to 329 students of Silchar Public H.S. School
ছাত্রদের ইউনিফর্ম বিতরণ করতে এসে শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামোগত প্রতিবন্ধকতার কথা শুনলেন বিধায়ক দিলীপকুমার পাল। শিক্ষক–শিক্ষিকারা জানান, তাঁদের হাই স্কুল সেকশনে ৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। হায়ার সেকেন্ডারি সেকশনেও ১টি পদ ফাঁকা। সে জন্য পাঠদানে নানা সমস্যা হয়।
শুক্রবার দিলীপবাবু আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের হাতে স্কুলের পোশাক তুলে দেন। তিনি পরে বলেন, তাঁর সরকার শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য কাজ করে চলেছে। কিন্তু পরিকাঠামোগত দুর্বলতা আগে থেকেই ছিল। তা এখনও নানা জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। পাবলিক স্কুলের সমস্যার উল্লেখ করে তিনি বলেন, বিধায়ক হিসেবে কতটা কী করা যায়, সে চেষ্টা তিনি করছেন। দিলীপবাবু নিয়মিত ক্লাশে যোগদানের জন্য ছাত্রদের পরামর্শ দেন। শিক্ষকদের বলেন, ছাত্রদের উন্নতির জন্য আরও কী কী করা যায়, তা ভাবতে হবে। তবে পাবলিক স্কুলের শিক্ষক–শিক্ষিকারা যে মনোযোগ সহকারে ক্লাশ করেন, এরও উল্লেখ করেন তিনি।
এর আগে স্কুলের বরিষ্ঠ শিক্ষিকা শীলা ভট্টাচার্য স্কুলের নানা সমস্যার কথা বিধায়কের নজরে আনেন। স্কুল পরিচালন সমিতির সভাপতি স্বপন পাল অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। পুর সদস্যা ভাগ্যরানি পাল, প্রাক্তন শিক্ষক পূর্ণেন্দুকুমার ভট্টাচার্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্কুলের অধ্যক্ষা বিজয়া দেব জানান, তিন ক্লাশের মোট ৩২৯ ছাত্রের সকলের জন্য পোশাকের মঞ্জুরি এসেছে। মাথাপিছু চারশো টাকা। দরপত্র আহ্বান করে সবচেয়ে কম খরচে যিনি কাজটি করতে রাজি হয়েছেন, তাঁকেই এর বরাত দেওয়া হয়েছে।
329 students from Class VI to Class VIII of Silchar Public H.S. School were given free uniform in a formal ceremony organized in the school premises on Friday. The students were handed over the uniform by MLA Silchar, Mr. Dilip Kumar Paul.
Speaking during the occasion, Principal of the school Bijoya Deb said that state government sanctioned Rs.400 per student for the purpose of uniform. The school then invited tender for the said purpose and placed order to the lowest bidder to supply clothes and stitch the same as per the size of the students. Each student was given 2 sets of shirts and 2 sets of pants.
In his speech, MLA Dilip Kumar Paul said that his government is taking special care for the improvement of educational scenario in the state. He assured that he will try for the infrastructural development of the school. He advised the students to attend classes regularly. Addressing the teachers, he expressed his happiness that the teachers of the school are imparting lessons properly. He further requested the teachers to strive for providing extra care to the students.
Shila Bhattacharjee, a senior faculty of the school upholded the practical problems faced by the school. She said that 7 posts of teacher at high school level and 1 post at higher secondary level are lying vacant since a long time, which is hampering the classes. She requested the MLA to expedite the process of filling up the vacant posts.
The programme presided over by SMDC President Swapan Paul was also attended by local ward commissioner Bhagya Rani Paul. Former teacher & educationist Purnendu Kumar Bhattacharjee was also present in the dias as guest of honour.